
নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপে যুক্ত করতে চলেছে একটি নতুন আপডেট। এই নতুন আপডেটে নিয়ন্ত্রণ করা যাবে প্লেব্যাকের গতি। এর পাশাপাশি গ্রাহকরা পাবে একটি “লাফ ইট অফ!” স্টিকার প্যাক। এই প্যাকে অন্তর্ভুক্ত রয়েছে ২৮ টি নতুন অ্যানিমেটেড স্টিকার। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীরাই সংস্থার নতুন এই আপডেট অ্যাক্সেস করতে পারবে।
হোয়াটসঅ্যাপ-এর নয়া আপডেটটির সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২১.৯.১৫ এবং আইফোন সংস্করণ ২.২১.১.০০ ব্যবহারকারীরা। এই আপডেটের ফলে পরিবর্তন করা যাবে প্লেব্যাকের গতি। যেখানে গ্রাহকরা পাবেন ১x থেকে ১.৫x এবং ২x গতি পরিবর্তনের সুবিধা। হোয়াটসঅ্যাপ-এর অডিও সিকবারের পাশে পাওয়া যাবে প্লেব্যাকের গতি পরিবর্তনের এই নতুন বৈশিষ্ট্যটি।
এর পাশাপাশি সংস্থার নয়া আপডেটটির তালিকায় রাখা হয়েছে ওয়েব এবং ডেক্সটপ ব্যবহারকারীদেরও। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে WABetaInfo। সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ ব্যবহারকারীদের থাকতে হবে ২.১১৯.৬ সংস্করণ।
অন্যদিকে আবার সংস্থা তাদের আপডেটের ফলে যুক্ত করছে “লাফ ইট অফ!” স্টিকার প্যাক। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীরা পাবে এই স্টিকার প্যাক। তবে স্টিকারগুলি অ্যাকাউন্টে যুক্ত হতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানাচ্ছে সংস্থা। পাশাপাশি এই বিষয়েও WABetaInfo একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা একটি লিঙ্কের সাহায্যে ম্যানুয়ালি আনতে সক্ষম হবে স্টিকারগুলিকে।
এগুলি ছাড়াও ১০ টি আঞ্চলিক ভাষার মতো আপডেটও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ইংরেজি সহ ১০ টি নতুন ভাষা অন্তর্ভুক্ত করায় হোয়াটসঅ্যাপ গ্রাহকরা বর্তমানে পাবে মোট ১১ টি ভাষা। এই তালিকায় রয়েছে হিন্দি, বাংলা, পাঞ্জাবী, তেলেগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি, কন্নড় এবং মালায়ালাম।
অনেকে মাধ্যমগুলিতে ডিফল্ট হিসেবে একটি ভাষা বেঁছে নেওয়ার পরিকল্পনা করে থাকে। এই সমস্ত গ্রাহকদের কথা ভেবে নয়া আপডেটটি প্রকাশ করেছে সংস্থা। ধরা যাক, কোনও ব্যবহারকারী ডিফল্ট হিসেবে নির্বাচন করেছে গুজরাটি ভাষা। সেক্ষেত্রে নতুন আপডেটে তাকে রিমাইন্ডার হিসেবে দেওয়া হবে তালিম ভাষাটি। অন্যদিকে ইংরেজি ভাষা নির্বাচন করলে, রিমাইন্ডারে কোনও ভাষার পরিবর্তন হবে না।
The post হোয়াটসঅ্যাপের নয়া আপডেট, পরিবর্তন করা যাবে প্লেব্যাকের গতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QW7I2F
No comments:
Post a Comment