রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কয়েক হাজার নিয়োগ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 27, 2021

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কয়েক হাজার নিয়োগ

কলকাতা: আগমনের এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও বিদায়ের নাম নেয়নি নভেল করোনা (corona) ভাইরাস। বরং কয়েকগুণ শক্তি বাড়িয়ে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। গত বছর সংক্রমণের শুরুর সময় সংক্রমণের হার রুখতে লকডাউনের (lockdown) পথে হেঁটে ছিল সরকার। তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে।

দীর্ঘ দিন ধরে সব বন্ধ থাকার ফলে বেসরকারি কর্মক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন বহু মানুষ। কর্মসংস্থানের অভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে। যথাযথ শিক্ষা লাভ করেও চাকরি (jobs) পাচ্ছিল না অনেক ছেলে মেয়ে, আর এই করোনা পরিস্থিতির পর চাকরির বাজার আরও নিম্নগামী। যাঁরা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, তারাও চাকরির নিরাপত্তা নিয়ে ভুগছেন দুশ্চিন্তায়। তাই অনেকেই সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন প্রস্তুতি নিচ্ছেন। সরকারি ক্ষেত্রে চাকরিতে বেতন কম হলেও চাকরির নিরাপত্তা রয়েছে। তাই এই ক্ষেত্রে চাকরি পাওয়ার আকর্ষণ রয়েছে। স্টেট ব্যাঙ্ক (State Bank of India) ছাড়া ভারতের বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিতে ২০২১ – ২০২২ আর্থিক বর্ষে ক্লারিক্যাল ক্যাডার, প্রবেশনারি (Probationary officer) অফিসার, স্পেশালিস্ট (specialist officer) অফিসার আর সারা ভারতের বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট (office assistant) ও গ্রুপ এ অফিসার পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। নিয়োগের জন্য পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (IBPS)। এই পরীক্ষায় প্রথমে হবে প্রিলিমিনারী পরীক্ষা, তারপর তাতে সফল হলে হবে মেনস পরীক্ষা। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছে IBPS।

১. ক্লারিক্যাল ক্যাডার: ডিগ্রি কোর্স পাশ করেছেন যারা তারা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশন/ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট/ ডিপ্লোমা/ ডিগ্রি কোর্স পাশ হতে হবে। যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের সরকারি ভাষা লিখতে ও বলতে জানতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছর।

২. প্রবেশনারি অফিসার: যে কোনো শাখার স্নাতক ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন এই পদের জন্য এই পদের বেলা বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

৩. স্পেশালিস্ট অফিসার: এই পদের ক্ষেত্রে আই.টি অফিসার স্কেল ১, এগ্রিকালচার ফিল্ড অফিসার স্কেল ১, ল অফিসার স্কেল ১, এইচ. আর পার্সোনেল অফিসার স্কেল ১, মার্কেটিং অফিসার স্কেল ১, গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেল ব্যাঙ্কিং ম্যানেজার, স্পেশালিস্ট ম্যানেজার ,ট্রেজারি অফিসার ইত্যাদি নানা পদে লোক নেওয়া হবে তার বিস্তারিত নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

বেশিরভাগ পরীক্ষার দিনক্ষণ ও পরীক্ষার সময় আলাদা। আবেদন করতে হবে অনলাইনে। কিন্তু কবে থেকে আবেদন করা যাবে সেটা এখনো ঠিক হয়নি। এই বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিস্তারিত জানার জন্য www.ibps.in এই ওয়েসাইটটি লক্ষ রাখুন।

The post রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কয়েক হাজার নিয়োগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2StJM7e

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages