
একুশের বিধানসভা নির্বাচনের আগে সস্ত্রীক তৃণমূলে যোগ দিয়েছিলেন টলিডের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। তার স্ত্রী তৃণাও দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ছোট পর্দায় যার জেরে স্বাভাবিক ভাবেই দর্শকমহলে বেশ জনপ্রিয় এই দম্পতি। তবে হঠাত করেই খবর রটে যে খড়দহ বিধানসভার উপনির্বাচনে নাকি প্রার্থী হতে চলেছেন তৃণা সাহা।
এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। রাজনীতিতে যোগের আগে থেকেই তৃণমূল ঘনিষ্ঠ দুজন। তাদের বিয়েতে সামিল হয়ে আশির্বাদ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তৃণার প্রার্থী হওয়ার কথা বিশ্বাস করতে কস্ট হয়নি মানুষের। কিন্তু আসল রহুস্য কী?
তৃণা এবং নীল উভয়ই জানালেন এই কথার কোন সত্যতা নেই। তৃণমূলের তরফ থেকে এমন কোন প্রস্তাব তাদের কাছে জায়নি৯ বলে জানিয়েছেন তৃণা এবং এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কোন ইচ্ছে নেই বলে জানিয়েছেন নীল।
The post তৃণমূলের প্রার্থী হচ্ছেন তৃণা! জল্পনা টলিপাড়ায় appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3uyVPgL
No comments:
Post a Comment