
কলকাতা : ইয়াসের পরোক্ষ প্রভাব পড়ছে কলকাতায়। ঝড়ো হাওয়া বইছে সঙ্গে থাকছে বৃষ্টি। এমত অবস্থায় সতর্কতা অবলম্বন করল কলকাতা পুলিশ (kolkata police)। ঘূর্ণিঝড় (cyclone) আছড়ে পড়েছে ওডিশা (odisha)উপকূলে(coast)। ধীরে ধীরে এগোবে ঝাড়খণ্ডের(jharkhand) দিকে। এমত অবস্থায় ঝড়ো হাওয়া বইবে কলকাতায়। তাই কলকাতা পুলিশ বেশ কয়েকটি উড়ালপুলে যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।
শহরের ৮টি উড়ালপুলে যান চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে বন্ধ করা হয়েছে বেশিরভাগ উড়ালপুল। মূল তালিকায় রয়েছে মা উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, গার্ডেনরিচ উড়ালপুল, পার্কস্ট্রিট উড়ালপুল, তারাতলা উড়ালপুল, উল্টোডাঙা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল।
এদিন সকাল থেকেই সমস্ত উঁচু বাড়ির ছাদ স্পষ্ট হয়েছে ঝড়ো হাওয়ার দাপট। কলকাতার সর্বত্র হচ্ছে বৃষ্টি। রয়েছে হাওয়ার দাপট। হাওয়া অফিসের খবর, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ইয়াস মোকাবিলায় প্রস্তুত মহানগরের পুরসভাও। খোলা পুরসভার কন্ট্রোলরুম। বন্ধ কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা।
প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানিয়েছে সবথেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের জেরে রাজ্যের উপকূল(costal) ও তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে চলছে নাগাড়ে বৃষ্টি(rain)। এমনটাই দেখা যাচ্ছে হাওয়া অফিসের (IMD) তথ্যে। সঙ্গে কলকাতাতেও(kolkata) চলছে বৃষ্টি। লাগোয়া হাওড়াতেও(howrah) হচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি(scattered heavy rain)।
দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকেই। পূর্বাভাস মতোই ক্রমে ক্রমে তা বেড়েছে। ক্ষনিকের সূর্যের দেখা মিলেছে। নিমেষেই হারিয়েছে আলো। মেঘের রাশি ঘিরে ফেলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। আজ বুধবার কিছুক্ষন বাদে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এমত অবস্থায় বৃষ্টির তেজ বাড়ছে। বেড়েছে হাওয়ার বেগ। আজ সকাল পর্যন্ত ১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যথারীতি সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। আজ দিনভর বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।
বৃষ্টির জেরে মঙ্গলবারের তুলনায় আরও কমেছে তাপমাত্রা(temperature)। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৯ শতাংশ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ছিল ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।
The post মা থেকে গড়িয়াহাট, ইয়াস এড়াতে ফ্লাইওভারে বিশেষ নিয়ন্ত্রণ কলকাতা পুলিসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oRDdrp
No comments:
Post a Comment