মর্মান্তিক! ১ ঘন্টার ব্যবধানে করোনায় মা ও স্বামীকে হারালেন প্রাক্তন ডিজি অর্চনা দত্ত - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 4, 2021

মর্মান্তিক! ১ ঘন্টার ব্যবধানে করোনায় মা ও স্বামীকে হারালেন প্রাক্তন ডিজি অর্চনা দত্ত

নয়াদিল্লি : দেশজুড়ে অব্যাহত করোনার দাপট। হু-হু করে বাড়ছে সংক্রমণের রেশ। উদ্বেগ বাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় মারণ করোনার ছোবলে মাত্র ১ ঘন্টার ব্যবধানে স্বামী ও মাকে হারিয়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইলেন দূরদর্শনের প্রাক্তন ডিরেক্টর জেনারেল (DDG) অর্চনা দত্ত।
করোনায় স্বামী এবং মাকে হারিয়ে শোকেবিহ্বল অর্চনা দত্ত ( Archana Dutta) মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, শুধুমাত্র চিকিৎসার অভাবে তাঁর স্বামী ও মাকে অকালে হারাতে হল। 
 
টুইটে তিনি জানান, গত ২৭ এপ্রিল দিল্লির  মালভিয়া নগরের একটি সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসার অভাবে তার স্বামী এবং শাশুড়ি মা  প্রাণ হারিয়েছেন। মাত্র ১ ঘন্টার ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 
 
প্রতিভা পাটিল (Pratibha Patil) ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন সেই সময়ে রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র ছিলেন অর্চনা দত্ত। তাঁর স্বামী এ. আর দত্ত ( A.R Dutta) কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। 
 
এদিন টুইটে দূরদর্শনের প্রাক্তন ডিজি অর্চনা দত্ত আরও বলেন, ” বেড ও অক্সিজেনের অভাবে দক্ষিণ দিল্লির একাধিক হাসপাতালে তাঁর ছেলে পাগলের মতো ছুটে বেড়িয়েছে। কিন্তু কোথাও প্রয়োজনীয় বেড বা অক্সিজেন কিছুই মেলেনি। শেষপর্যন্ত দিল্লির মালভিয়া নগরের সরকারি কোভিড হাসপাতালে ভরতি করা হলেও সেখানে অক্সিজেনের অভাবে প্রথমে তাঁর স্বামী মারা যান। মাকে বাঁচানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। মাত্র এক ঘন্টার মধ্যে দুজনেই করোনায় প্রাণ হারাণ।”
 
এই বিষয়ে অর্চনা দত্তের ছেলে অভিষেক বলেন,”হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাবা মারা যান। ঠাকুমাকে বাঁচানোর চেষ্টা করা হলেও সব বৃথা যায়। মাত্র এক ঘন্টার মধ্যে দুজনকেই হারালাম।”
উল্লেখ্য, প্রাক্তন ডিজি অর্চনা দত্তের ছেলে অভিষেক ছাড়া  সকলেই করোনা আক্রান্ত হয়েছিলেন।
 
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। গত সপ্তাহে যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল সংক্রমণ, গত কয়েকদিনের সংখ্যা তার চেয়ে কিছুটা কম। তবে সোমবারের তুলনায় একদিনে মৃত্যুর সংখ্যা অল্প বেড়েছে। সোমবার যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪১৭ জন, সেখানে মঙ্গলবার ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২২ হাজার ৪০৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন।

The post মর্মান্তিক! ১ ঘন্টার ব্যবধানে করোনায় মা ও স্বামীকে হারালেন প্রাক্তন ডিজি অর্চনা দত্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nJydEq

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages