বলিউডের ‘ভাইজান’ সলমন খান পর্দায় অনেকের ওপর দাদাগিরি করেছেন। ভিলেনদের নাকের জলে চোখের জলে করে শেষ হাসি হেসেছেন কিন্তু বাস্তব জীবনে তেমনটা মোটেই হচ্ছেনা, উল্টে গ্যাংস্টারদের ডেথ থ্রেটের চাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন সলমন।
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জেলে বসে বসেই সলমনকে হত্যার ছক কষেছেন এবং সলমনের বাড়িতে পৌঁছে গেছে চিঠি যেখানে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মত পরিণতি হবে সলমনের এমনটা জানানো হয়েছে। প্রকাশ্যে রাস্তায় গাড়ির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল সিধুকে। দোষীরা ধরাও পড়েছে কিন্তু তারপরেও সলমনের পিছু ছাড়েনি লরেন্স।
কৃষ্ণসার হরিণ মেরেছিলেন সলমন। এই প্রজাতির হরিণকে পুজো করে বিষ্ণোইরা আর সেই আক্রোশেই সলমনকে মারার প্রতিজ্ঞা নিয়েছে লরেন্স। যদিও সে পুলিশের সামনে এসব অস্বীকার করেছে। কিন্তু তারপরেও পুলিশের সন্দেহ জেল থেকেই কলকাঠি নাড়ছে লরেন্স।
ইতিমধ্যেই মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে, সলমনের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কে কখন ঢুকছে কখন বের হচ্ছে সবকিছু রিপোর্ট রাখা হচ্ছে। এরপরেও বাড়ির দারোয়ানের সাথে বন্ধুত্ব করে ফের একবার সলমনকে খুনের হুমকি দেওয়া পত্র পৌছে গেল। এমনটা সাধারণত সিনেমার পর্দায় ঘটে থাকে।
নিজের জীবন বাঁচাতে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছে সলমন। সেই অনুমতি মিলেছে, এছাড়াও সলমনের ব্যক্তিগত দেহরক্ষী শেরার নজর এড়িয়ে ভাইজানের কাছে পৌঁছে যাওয়া সহজ কথা নয়। এতকিছুর পরেও কি লরেন্স বিষ্ণোই নিজের লক্ষ্যে সফল হবে নাকি সিনেমার পর্দার মত শেষ হাসি হাসবেন ভাইজান?
The post পুলিশি ঘেরাটোপের মধ্যেও ফের মৃত্যুর হুমকি পেলেন ভাইজান! appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/yAGfJob
No comments:
Post a Comment