প্যান্টের ওপর দিয়ে স্পষ্ট অন্তর্বাস! এই অবস্থাতেই সিনেমা হলে হাজির উরফি - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 18, 2022

প্যান্টের ওপর দিয়ে স্পষ্ট অন্তর্বাস! এই অবস্থাতেই সিনেমা হলে হাজির উরফি


সম্প্রতি রিলিজ করেছে বিগ বাজেটের বলিউড ছবি ‘ব্রহ্মাস্ত্র’ যেখানে রণবীর কাপুর থেকে শুরু করে আলিয়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং দক্ষিনী সুপারস্টার নাগার্জুন একসাথে কাজ করেছেন। বিগত কিছু বছর ধরে যখন বলিউড সাউথ ইন্ডাস্ট্রির চাপে একপ্রকার কোণঠাসা সেখানে নতুন করে বলিউড কে সামলাতে এসেছে ‘ব্রহ্মাস্ত্র’।

গোটা দুনিয়া জুড়ে বেশ ভালোই ব্যবসা করছে এই ছবি। খুব বড়সড় ওপেনিং দিয়ে এই ছবির ব্যবসা শুরু হয়েছে এবং এখনও তা চলছে। PVR এ ছবি দেখার জন্য ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। প্রায় সব শোয়ে মানুষ গিজ গিজ করছে আর সম্প্রতি PVR এ হাজির হয়েছিলেন মডেল উরফি জাভেদ। খুব সম্ভববত তিনি ‘ব্রহ্মাস্ত্র’ দেখতে হাজির হয়েছিলেন।

Image Source : Google

মানুষ সাধারণত যেভাবে সিনেমাহলে গিয়ে থাকে বা যে ধরনের পোশাক পড়ে থাকেন উরফি যে সকলের থেকে আলাদা কিছু করবেন তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিজের পোশাক নিয়ে বরাবরই চর্চায় থাকেন উরফি।

সিনেমা দেখতে গিয়েও তিনি নিজের ফ্যানদের নিরাশ করেননি। উরফি পড়েছিলেন একরত্তি একটি টপ এবং নীচে ছিল প্যান্ট যার ওপর থেকে স্পষ্ট তার অন্তর্বাস। ক্যামেরার সামনে বেশ হাসিখুশি হয়েই পোজ দিয়েছেন উরফি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে সবুজ রঙের পোশাকে দেখা গেছিল উরফিকে। সেখানে তার পিঠ ছিল সম্পূর্ণ অনাবৃত। অনুষ্ঠানে একজন সাংবাদিক তার পোশাক নিয়ে মন্তব্য করায় ক্ষেপে যান উরফি এবং তিনি নিজের পোশাক নিয়ে কারোর মন্তব্য শুনবেন না তা আরো একবার পরিষ্কার করে দেন।

The post প্যান্টের ওপর দিয়ে স্পষ্ট অন্তর্বাস! এই অবস্থাতেই সিনেমা হলে হাজির উরফি appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/I2lCnvP

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages