IPL চলাকালীনই নাইট রাইডার্স রাসেলের সাথে কিনলো পুরানকেও - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 6, 2022

IPL চলাকালীনই নাইট রাইডার্স রাসেলের সাথে কিনলো পুরানকেও


গোটা দেশজুড়ে এখন চলছে আইপিএল ফিভার। পনেরোতম সিজন চলছে আইপিএল এর। ভারতের পাশাপাশি গোটা বিশ্বে বিশেষভাবে সফল ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। আর এই আইপিএল এর ই একটি ফ্র্যাঞ্চাইজির নাম হল কলকাতা নাইট রাইডার্স। তবে শুধু আইপিএল নয় ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ সিপিএল এও দল আছে নাইটদের। তার নাম টিকেআর জার পুরোনাম ত্রিনবাগো নাইট রাইডার্স।

ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে নাইটদের দলে রয়েছেন সুনীল নারিন, কায়রন পোলার্ড থেকে শুরু করে আন্দ্রে রাসেল আর এবার নিকোলাস পুরানকে কে কিনে আরো শক্তিশালী হয়ে উঠলো টিকেআর। নিকোলাসের দলে যোগদান দলকে আরো শক্তিশালী করে তুলেছে এবং অন্যদিকে উইকেটরক্ষক ও ব্যাটসম্যানের চাহিদাকেও পূরণ করেছে।

ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের টিম নিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘স্থানীয় ক্রিকেটারদের তুলে আনার দিকে বরাবর আমরা নজর দিয়ে থাকি। সেই কারণেই আকিল, সিলস, ওয়েবস্টারদের ধরে রাখা হয়েছে। সেই সঙ্গে রাসেল ও পুরানের মতো দুই শক্তিশালী ক্রিকেটারদের নিয়েছি। খুব তাড়াতাড়ি বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও চুক্তি হয়ে যাবে। আশা করছি নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারব।’

তবে রাসেল কিন্তু এতদিন এই টাইম খেলতেন না, তিনি অন্যদিকে খেলতেন। এখন থেকে অবশ্য ক্যারাবিয়ান লিগেও নাইট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তিনি। এমনিতেই নাইট ফ্র্যাঞ্চাইজির সাথে রাসেলের সম্পর্ক ভালো। তবে এবার তা আরো মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

২০১৫ সালে নাইট রাইডার্স ত্রিনিদাদ ও টোবাগোর দল কেনার পর থেকে ছ’বছরে চার বার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে টিকেআর। প্রতিযোগিতার সব থেকে সফল দল তারা। ২০২০ সালে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিল পোলার্ডের দল। অন্যদিকে আইপিএলের এই সিজনেও ভালো ফর্মে কলকাতা নাইট রাইডার্স। আজ মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে তারা।

The post IPL চলাকালীনই নাইট রাইডার্স রাসেলের সাথে কিনলো পুরানকেও appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/iPc702V

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages