রহস্য রোমাঞ্চে ভরা ‘লালকুঠি’ তে ফিরছেন রুকমা রায়, ভাইরাল হল প্রোমো - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 6, 2022

রহস্য রোমাঞ্চে ভরা ‘লালকুঠি’ তে ফিরছেন রুকমা রায়, ভাইরাল হল প্রোমো


সন্ধ্যে হলেই মেগা ধারাবাহিকে ডুব দিয়ে থাকেন বহু মানুষ। এর ফলে চ্যানেলগুলির মধ্যেও চলে টানটান প্রতিযোগিতা। টিআরপি তালিকায় কে কতটা এগিয়ে সেদিকেই চোখ থাকে চ্যানেলের, এর পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের নিয়েও চলে কাড়াকাড়ি। কোন অভিনেতা বা অভিনেত্রী একটি নির্দিষ্ট সিরিয়ালে দর্শকদের মন জয় করলেই তাকে অন্য ধারাবাহিকে টানার ধুম পড়ে যায়।

আর এবার ফের নতুন ভাবে ফিরে আসতে চলেছেন অভিনেত্রী রুকমা রায়। এর আগে স্টার জলসায় ‘দেশের মাটি’ নামক সিরিয়ালে ‘মাম্পি’র চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে এসেছিলেন রুকমা। পাশাপাশি ‘খড়কুটো’তেও ভিলেনের চরিত্রে দেখা গেছে তাকে। তবে এই দুটো সিরিয়ালই ছিল স্টার জলসার। কিন্তু এবার আর স্টার নয় জি বাংলার হাত ধরে ফিরছে রুকমা।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

সম্প্রতি রিলিজ হয়েছে একটি নতুন সিরিয়ালের প্রোমো যার নাম ‘লালকুঠি’। বিগত কয়েক মাসে প্রচুর নতুন ধারাবাহিক এসেছে বাংলা বিনোদন জগতে। সংসারের কুটকাচালি এবং পরকীয়া নিয়েই সিরিয়ালের চিত্রনাট্য মূলত এগিয়ে থাকে। তবে সেসবের বাইরে গিয়ে এবার একদম অন্যধরনের গল্প বলতে আসছে ‘লালকুঠি’ যেখানে রহস্য রোমাঞ্চে ভরা একদম অন্যরকম গল্পের স্বাদ পাবে দর্শক।

‘লালকুঠি’ নিয়ে বেশ হাইপ তৈরী হয়েছে দর্শকদের মধ্যে। নতুন স্বাদের ধারাবাহিকের স্বাদ নিতে মুখিয়ে আছে সকলেই। পাশাপাশি বহুদিন বাদে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী রুকমা। তাকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে খুশি তার ফ্যানেরা। বাংলা ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিচিত মুখ রুকমা।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

তিন লক্ষেরও বেশি মানুষ ইন্সটাগ্রামে ফলো করে থাকে রুকমা কে। এর থেকেই পরিষ্কার নেটিজেনদের মধ্যে অভিনেত্রীর গ্রহণযোগ্যতা। ভক্তদের উদ্দেশ্যে মাঝেমধ্যেই নিত্যনতুন পোস্ট করে থাকেন অভিনেত্রী যা ভাইরাল হয়ে যায় অবিলম্বেই। তবে এবার আর সোশ্যাল মিডিয়ায় নয়, টিভির পর্দায় ‘লালকুঠি’ সিরিয়ালে রুকমা কে দেখার জন্য অপেক্ষা করছে দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

The post রহস্য রোমাঞ্চে ভরা ‘লালকুঠি’ তে ফিরছেন রুকমা রায়, ভাইরাল হল প্রোমো appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/gBcWFAf

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages