বিচ্ছেদ মানেই একে অপরকে কঠিন কথায় আক্রমণ বা অসম্মান নয় বরং বিচ্ছেদের পরেও নিজের ভালো সময়ের কথা মনে রেখে আগামী দিনগুলিতে বন্ধুর মত থেকে যাওয়া। আর এবার সকলের সামনে এই নজিরই সৃষ্টি করলেন বলিউডের গ্রীক গড হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান।
বিবাহ বিচ্ছেদের সময়ই এই দম্পতি দাবি করেছিলেন আগামী দিনে তারা বন্ধুর মত থাকবেন এবং নিজেদের সন্তানকে একসাথে বড় করে তুলবেন। এই উদ্দেশ্যে মাঝেমধ্যেই তারা একসাথে ডিনার থেকে শুরু করে মাঝেমধ্যে হৃতিকের বাড়িতে সুজানকে দেখাও গেছে। অন্যদিকে সুজানের সাথে ভালো সম্পর্ক হৃতিকের বর্তমান প্রেমিকা শাবা আজাদের। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই খুনসুটি করে থাকেন দুজন।
আর এবার নিজের প্রেমিকা শাবা সহ প্রাক্তন স্ত্রী এবং তার প্রেমিকের সাথে গোয়ায় পার্টি করলেন হৃতিক রোশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। একটি মিডিয়া কোম্পানির পোস্ট অনুযায়ী গোয়ায় একসাথে পার্টি করেছেন হৃতিক এবং তার প্রেমিকা শাবা, সুজান ও তার বর্তমান প্রেমিক আর্সালান গনি। সকলকেই হাসি মুখে দেখা গেছে এই পার্টিতে। অতীত ভুলে বর্তমানকে উপভোগ করছেন তারা।
View this post on Instagram
খুব তাড়াতাড়িই শাবার সাথে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নেবেন হৃতিক এমনটা জানিয়েছে তার ঘনিষ্ঠরা, কিন্তু তার মধ্যেই একাধিকবার এই সেলেব কাপলকে দেখা গেছে এয়ারপোর্ট এবং বিভিন্ন রেস্তোরাঁয়। সম্প্রতি আরো একবার এয়ারপোর্টে হাত ধরে দেখা গেল তাদের।
View this post on Instagram
The post প্রাক্তন স্ত্রী সুজান এবং তার প্রেমিকের সাথে গোয়ায় পার্টি করলেন হৃতিক! সাথে ছিল প্রেমিকা শাবা appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/gHbmXW1
No comments:
Post a Comment