মনোজিত মণ্ডলের থেকে ডিভোর্স পেলেন বৈশাখী বন্দোপাধ্যায়! খুশি শোভনবাবু - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 6, 2022

মনোজিত মণ্ডলের থেকে ডিভোর্স পেলেন বৈশাখী বন্দোপাধ্যায়! খুশি শোভনবাবু


রাজ্যের বহুল চর্চিত কাপলদের মধ্যে অবশ্যই থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তাদের নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। বৈশাখী বন্দোপাধ্যায়ের সাথে শোভনবাবুর বন্ধুত্ব এখন সর্বজনবিদিত। কলকাতার প্রাক্তন মেয়র তার বান্ধবী বৈশাখীকে নিয়ে জটিলতার কারণেই তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে গেছিলেন, পরে বিজেপিতে যোগদান করলেও সেখানে মেনে নিতে পারেননি বান্ধবী বৈশাখীর অসম্মান।

এখন অবশ্য একসাথেই থাকেন দুজন। মাঝেমধ্যেই চলে আসেন চর্চায়, যেমন অবশেষে প্রাক্তন স্বামী মনোজিত মণ্ডলের থেকে ডিভোর্স পেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আলিপুর আদালতে তারা মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন জানিয়েছিল, আজ ছিল শেষ শুনানি। অবশেষে কাঙ্খিত ডিভোর্স পেয়েছেন তিনি।

আলিপুর আদালতের বিচারক বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামীর সাথে কথা বলার পর বিচ্ছেদের মামলার শুনানি দিয়েছে এবং তাদের নথি নিয়ে যেতে বলা হয়েছে। মনোজিত মণ্ডলকে বলা হয়েছে তাদের কন্যা সন্তানের ভরনপোষনের জন্য টাকা দিতে। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোন টাকার দরকার নেই, তিনি নিজের মেয়ের খরচ চালাতে পারবেন।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় ডিভোর্স পেয়েছেন ফলে স্বাভাবিক ভাবেই খুশি হবেন শোভন চট্টোপাধ্যায়। তিনিও তার প্রাক্তন স্ত্রীর কাছে ডিভোর্স চেয়েছেন তবে আজও তা পাননি। গত চার বছর ধরে ডিভোর্স চেয়ে আসছেন শোভনবাবু। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ডিভোর্স পাচ্ছেন শুনে শোভন বাবুর প্রতিক্রিয়া, ‘এত দিন পর মুক্তির স্বাদ পেল বৈশাখী।’

প্রসঙ্গত চলতি মাসেই কাশ্মীর ঘুরতে গেছিলেন শোভন-বৈশাখী। তাদের কাশ্মীর ট্যুরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ট্রিপে বৈশাখী বন্দোপাধ্যায়ের মেয়েও ছিল। কখনও বরফে ঢাকা পাহাড়ে আবার কখনও টিউলিপ গার্ডেনে ঘুরে বেড়িয়েছেন রাজ্যের সবথেকে চর্চিত এই কাপল।

The post মনোজিত মণ্ডলের থেকে ডিভোর্স পেলেন বৈশাখী বন্দোপাধ্যায়! খুশি শোভনবাবু appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/gKJcdFL

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages