
আজকের যুগ সোশ্যাল মিডিয়ার। প্রতি মুহূর্তেই মানুষ নিজেদের টাইমলাইনে পেয়ে যান নানারকমের আপডেট। বলিউড সেলেবরা নিজেদের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যাবহার করেন। আর সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী দিশা পাটানিও। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন এবং মডেলিং এ সিদ্ধহস্ত দিশা মাঝেমধ্যেই আপলোড করে থাকেন নানারকম ছবি এবং ভিডিও যা ভাইরাল হয়ে যায় সহজেই নেটিজেনদের মধ্যে। ‘জাতীয় ক্রাশ’ দিশা পাটানির সোশ্যাল মিডিয়ার দিকেই বেশি নজর ভক্তদের।
প্রথমে মডেলিং করতেন দিশা, সেই সময় থেকেই অভিনেতা টাইগার শ্রফের সাথে জড়িয়ে পড়েন সম্পর্কে। পর বিচ্ছেদ হয়ে গেলেও টাইগারের সাথে দিশার সম্পর্কের গুঞ্জন আজও বলিউডের ইতিউতি দেখা যায়। মাঝেসাঝে একসাথে সময় কাটান তারা। তখন সকলের মনে হয় আবার হয়তো প্যাচ আপ হয়ে গেল দুজনের। টাইগার শ্রফের জন্মদিনে তাকে উইশও করেছেন দিশা।
টাইগারের সাথে বর্তমানে আদৌ সম্পর্ক আছে কি না সেই বিষয়ে দুজনের কেউই খোলসা করেননি। অন্যদিকে দুজনের কেউই অন্য কোন সম্পর্কেও নেই। সোশ্যাল মিডিয়ায় দিশা পাটানির ফ্যান ফলোয়িং চোখে পড়ার মত। ইন্সটাগ্রামে ৪৯ মিলিয়নেরও বেশি মানুষ তাকে ফলো করেন। এর থেকেই পরিষ্কার নেটিজেনদের মধ্যে কতটা জনপ্রিয় তিনি।
নিজের ফ্যানদের জন্য মাঝেমধ্যেই নানারকম ছবি এবং ভিডিও আপলোড করে থাকেন দিশা পাটানি যেগুলি ভাইরাল হয়ে যেতে খুব বেশি সময় লাগেনা। ফিটনেস ফ্রিক দিশা কে অসংখ্য বার বিকিনিতে দেখা গেছে। তার নিটোল ফিগার দেখে ঘায়েল হয়েছে দেশের ছেলে মেয়ে উভয়ই। শরীরিচর্চাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মনে করেন অভিনেত্রী।
সম্প্রতি নিজেই নিজের মেকআপ এবং হেয়ার স্টাইল করে ছবি আপলোড করলেন অভিনেত্রী যা সহজেই হয়ে গেল ভাইরাল। কয়েক লাখ মানুষ ইতিমধ্যেই এই ছবিতে রিয়্যাক্টও করেছে।
The post নিজেই নিজের মেকআপ করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করলেন দিশা পাটানি, যা ভাইরাল হল সহজেই appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/sSmLU2r
No comments:
Post a Comment