শুরু হয়ে গেছে আইপিএল। পনেরোতম সিজনে নতুন ভাবে সেজে উঠেছে সমস্ত দলই, ফলে স্বাভাবিক ভাবেই এবারের আইপিএল কে ঘিরে উত্তেজনা কাজ করছে মানুষের মধ্যে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের দিকেও তাকিয়ে রয়েছে তার ফ্যানেরা। ।
গত দুই সিজনে সেভাবে খেলতে পারেনি কলকাতা। ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল ফর্ম না থাকার কারণে ডুবেছে গোটা টিমের তরী। এরপরেও রাসেলের ওপর ভরসা রেখেছে দল। তবে তার সুফল পেতে শুরু করেছে কলকাতা। শেষ ম্যাচেই জেলে উঠেছেন রাসেল।
পাঞ্জাবের বিরুদ্ধে ৩১ বলে ৭০ রান করেছেন রাসেল। শেষ অবধি খেলে ম্যাচ বের করেছেন। ৮টি ছয় এবং ২টি ৪ দিয়ে সাজানো তার ইনিংস সহজেই কেকেআর কে জিততে সাহায্য করেছে প্নজাবের বিরুদ্ধে। দর্শকরাও তেতে উঠেছে। রাসেল যদি ফর্মে এসে যায় তাহলে কোন রানই অসম্ভব নয়।
মাঠে রাসেল যেভাবে দুর্দান্ত পারফর্ম করছেন অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়েছেন তার স্ত্রী জেসিম লোরা। লোরা একজন আন্তর্জাতিক মডেল। তিনি নিজের পেশার কারণে মাঝেমধ্যেই আপলোড করে থাকেন নিত্যুনতুন ছবি ও ভিডিও জার জেরে সহজেই নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।
সাড়ে তিন লক্ষেরও বেশি ভক্ত ইনস্টাগ্রামে প্রতিনিয়ত লোরাকে ফলো করে চলেছে এবং সেখানে মাঝেমধ্যেই উষ্ণ অবতারে নানারকম ছবি আপলোড করে থাকেন তিনি। রাসেলের মতই দারুন পারফর্ম করছেন লোরা। বিকিনিতে তার ছবি কার্যত ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। আপনিও কি আছেন তার ফলোয়ার্স দের মধ্যে?
The post আইপিএল কাঁপাচ্ছেন রাসেল, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন রাসেলের স্ত্রী appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/7ZGmlU2
No comments:
Post a Comment