যোগীর হয়ে টুইট করলেই মিলবে টাকা! প্রকাশ্যে অডিও ক্লিপ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 2, 2021

যোগীর হয়ে টুইট করলেই মিলবে টাকা! প্রকাশ্যে অডিও ক্লিপ

Image Source : Google

সময়টা একদমই ভালো যাচ্ছেনা বিজেপির। বাংলার নির্বাচনে হার হয়েছে বাজে ভাবে। আগামী বছরেই আবার উত্তরপ্রদেশে নির্বাচন। সেখানে যোগী আদিত্যনাথ যে করোনা ঝড় সামলাতে ব্যর্থ এমন সুর তুলেছেন রাজ্যের মানুষ। দিন দিন খারাপ হচ্ছে যোগীর ভাবমূর্তি। তবে তার মধ্যেই ফের নতুন ঝামেলা এসে উপস্থিত। যোগীর হয়ে টুইট করলেই টাকা দেওয়ার প্রলোভন সংক্রান্ত একটি আলোচনার অডিও ফাঁস হয়ে যাওয়ায় আবার বিপাকে যোগী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হয়ে অনলাইনে প্রচার করতো একটি সংস্থা। সম্প্রতি সামনে এসেছে একটি অডিও ক্লিপ যেখানে সংস্থার এক কর্মী মনমোহন সিং আলোচনা করেছেন যোগীর হয়ে টুইট করলেই উক্ত ব্যক্তিকে দেওয়া হবে ২ টাকা। আইএএস সূর্যপ্রতাপ সিং এই ক্লিপটি শেয়ার করেছেন।

ঘটনা জানাজানি হতেই মনমোহন সিংকে ছাঁটাই করেছে উক্ত কোম্পানি। এই বিষয়ে অবশ্য মনমোহন বাবু নীরব থাকছেন তবে বিজেপি জানিয়েছে এই ঘটনার সাথে বিজেপি এবং যোগীর কোন সম্পর্ক নেই। ওই কোম্পানি কি ভাবে তাদের কাজ করবে সে তাদের ব্যাপার। এই বিষয়ে তারা কিছুই জনতেননা।

The post যোগীর হয়ে টুইট করলেই মিলবে টাকা! প্রকাশ্যে অডিও ক্লিপ appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/2RWAIrM

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages