বাংলার একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভের পর থেকেই দেশজুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত নেতাদের কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির প্রচেস্টা যেভাবে পর্যদুস্ত হয়েছে সেখান থেকে স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের অন্দরের ফাটল বাইরে বেড়িয়ে পড়েছে। তার ওপর করোনা অতিমারী, ধুঁকতে থাকা অর্থনীতি এবং জ্বালানির অগ্নিমূল্য ‘মোদি ম্যাজিক’ কে ফিকে করে দিয়েছে অনেকাংশেই।
তবে সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে দিল্লি এবং বাংলার মধ্যে যে দড়ি টানাটানি খেলা চললো যেখানে কেন্দ্রকে কার্যত দশ গোল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই দেশজুড়ে বিজেপি বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে শুরু করেছে। শিব সেনা থেকে শুরু করে আপ, কংগ্রেস কেউই বাদ নেই।
সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যু নিয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরীবাল বলেন, ‘এটি রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়। বরং, এসময় সবাইকে সঙ্গে নিয়ে একযোগে করোনা মোকাবিলার করা উচিত কেন্দ্রের।’ সারা দেশজুড়ে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাকে ‘বাঘিনী’ রূপে সম্বোধন করছেন। এর পাশাপাশি শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটারে লিখেছেন, ‘বাংলার বাঘিনী- ১ দিল্লীর কাগুজে বাঘ-০’ এখানে বাঘিনী বলতে যে মমতা বন্দোপাধায়কেই নির্দেশ করেছেন প্রিয়াঙ্কা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।
Bengal Tigress 1
Delhi’s Paper Tiger 0— Priyanka Chaturvedi
(@priyankac19) May 31, 2021
The post অন্যান্য রাজ্যের রাজনীতিবিদদের কাছেও গুরুত্ব বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3yVj7kx
No comments:
Post a Comment