
নয়া দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া এক ২২ বছরের যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, গতকাল রাতেই সলমন নামে এই যুবক পুলিশকে ফোন করে হুমকি দেয় ‘আমি মোদীকে খুন করতে চায়’ (Death Threat)।
দিল্লির (Delhi Police) খাজুরি খাস থানার পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে ওই যুবককে গ্রেফতার করে জেরায় জানতে পারে, তার বিরুদ্ধে আগেই থানায় মামলা রয়েছে। সদ্য জামিনে মুক্তি পায় সে। তারপরই জেল থেকে বেরিয়ে এই কাণ্ড ঘটায় সে। চাঞ্চল্যকর ঘটনা হল পুলিশকে সলমন জানায় যে, ‘সে ফের জেলে যেতে চায়, তাই মোদীকে খুনের হুমকি দিয়েছে’।
অন্যদিকে গতবছর প্রধানমন্ত্রীর (PM Modi) টুইটার হ্যান্ডেল হ্যাক হওয়ার পরদিনই খুনের হুমকি এসেছিল! ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-এর হাতে এই সংক্রান্ত একটি ইমেল এসেছিল। তারপরই নড়েচড়ে বসেছিল দেশের গোয়েন্দা সংস্থাগুলি। বাড়ানো হয়েছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তাও। আবার গতবছরই নভেম্বর মাসে এক ব্যক্তি দিল্লি পুলিশকে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়েছিল। খোঁজখবর চালিয়ে দিল্লি পুলিশ জানতে পারে, আম্বেদকর থানা এলাকায় দক্ষিণপুরী এলাকা থেকে ওই ফোনটি এসেছিল৷ নীতীন নামে ওই ব্যক্তিকে গ্রেফতারও করেছিল পুলিশ৷ জানা গিয়েছিল, দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেয় নীতীন৷ পরে অবশ্য এও জানা গিয়েছিল, মদ্যপ অবস্থাতেই (Drunk Man) ওই ফোন করেছিল অভিযুক্ত৷
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) হত্যার ছক কষা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর মাসের গোড়াতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে যে হোয়ায়টসঅ্যাপ মেসেজ ইমেল মারফত এসেছিল। সেই মেসেজ পেয়ে দুশ্চিন্তা বেড়েছিল এনআইএ আধিকারিকদের। ‘কিল নরেন্দ্র মোদী’ লেখা ওই মেসেজে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদেরও জানানো হয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গেও কথা বলাছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেবার হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা তিনটি শব্দ দেখেই ঘুম উড়েছিল এনআইএ-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী ছাড়াও দেশের বেশ কয়েকজন তাবড় রাজনীতিবিদকে হুমকি দেওয়া হয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছিল, গত বছরের ৮ অগাস্ট ANI-র হাতে ওই ইমেলটি এসেছিল।
The post জেলে যেতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি! অতঃপর… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fM1JXU
No comments:
Post a Comment