ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত ভারতীয় কুস্তিগীর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 4, 2021

ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত ভারতীয় কুস্তিগীর

নয়াদিল্লি: অলিম্পিকের দামামা বেজে গিয়েছে। আর মাত্র ৪৯ দিন বাকি রয়েছে প্রতিযোগিতাটি শুরু হতে। তার আগেই ভারতের কুস্তি শিবিরে ঘনিয়ে এল ডোপিংয়ের কালো ছায়া। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অলিম্পিকগামী ভারতীয় কুস্তিগির সুমিত মালিক(Sumit Malik) ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা(United World Wrestling)৷

সুমিত একটি বিদেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানেই তাঁর ডোপ পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্টে দেখা যায় তিনি নিষিদ্ধ সামগ্রী গ্রহণ করেছেন। যদিও সুমিতের আরও একটি ডোপ পরীক্ষা করা হবে। সেটির ফলও যদি পজিটিভ আসে তবে তাঁকে কুস্তি থেকে দীর্ঘ সময়ের জন্য নির্বাসিত করা হতে পারে। ভারতের কুস্তি ফেডারেশনের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, সুমিতের দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা এই মাসের ১০ তারিখ নেওয়া হবে, রিপোর্ট এই মাসের শেষে জানা যাবে।

সুমিত গত মাসেই কুস্তির ১২৫ কেজি বিভাগে প্রথমবারের জন্য অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছিলেন। তবে তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায়, তাঁর অলিম্পিকে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। এবারের অলিম্পিকে মোট আটজন ভারতীয় কুস্তিগির অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন। তবে সুমিত না যেতে পারলে অলিম্পিকে ভারতের পদক জয়ের সম্ভাবনাও খানিক কমে গেল।

ভারতের কুস্তি ফেডারেশনের(WFI) এক সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে(PTI) এই বিষয়ে বলেন, ‘বিশ্ব কুস্তি সংস্থা(UWW) গতকালই সুমিতের ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার বিষয়টি আমাদের জানিয়েছে। এবার জুনের ১০ তারিখে ওঁকে দ্বিতীয় পরীক্ষার জন্য নিজের ‘বি’ স্যাম্পেল জমা দিতে হবে’। তাঁর সংযোজন, ‘ও নিজের অজান্তেই হয়তো কিছু সেবন করেছে। হয়তো নিজের হাঁটুর চোট সারানোর জন্য কিছু আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছিল। আর তাতেই হয়তো কোনও নিষিদ্ধ সামগ্রী ছিল। কিন্তু সব কুস্তিগিরদের এই বিষয়ে আরও সতর্ক হতে হবে। ওঁদের জানা উচিত এমন ওষুধ সেবন করার অনেক ঝুঁকি রয়েছে’।

কমনওয়েলথ গেমসে(Commonwealth Games) সোনাজয়ী কুস্তিগির ২৮ বছর বয়সি সুমিত অলিম্পিকে যোগ্যতাঅর্জনের উদ্ধেশ্যে এপ্রিলে অ্যালমাটিতে এশিয়ান কোয়ালিফায়ারে(Asian Qualifiers) অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি সেখানে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। তারপর তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে(Asian Championship) অংশগ্রহণ করেন। সেখানেও তিনি নজরকাড়া পারফর্ম করতে পারেননি। এরপর মে মাসে তিনি সোফিয়াতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অলিম্পিক কোয়ালিফায়ারে(World Olympic Qualifiers) অংশগ্রহণ করেন এবং সেই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছনোর সুবাদে তিনি অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে নেন।

সুমিতের ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার এই ঘটনা কিন্তু ২০১৬ রিও অলিম্পিকের(Rio Olympics) আগে কুস্তিগির নরসিংহ যাদবের(Narsingh Yadav) ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। সেই ঘটনায় আবার নাম জড়িয়েছিল সাগর রানা হত্যাকান্ডে অভিযুক্ত কুস্তিগির সুশীল কুমারের। নরসিংহ চার বছর কুস্তি থেকে নির্বাসিত হয়েছিলেন। এবার দেখার সুমিতের ভাগ্যে কী লেখা রয়েছে।

The post ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত ভারতীয় কুস্তিগীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pigLHY

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages