ভারতের মূল ভূখণ্ডে বর্ষা, দক্ষিণ কেরলে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 3, 2021

ভারতের মূল ভূখণ্ডে বর্ষা, দক্ষিণ কেরলে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু

নয়াদিল্লি : দক্ষিণ কেরালায় এল বর্ষা। এমনটাই জানাল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। হাওয়া অফিস আগেই জানিয়েছিল যদি ৩১ মে বর্ষা না এসে পৌঁছায় কেরলে তাহলে তা তিন জুনের মধ্যে প্রবেশ করবে কেরলে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর কিছুক্ষণ আগেই টুইট করে জানিয়েছে দক্ষিণ কেরলে বর্ষা প্রবেশ করেছে।

এবার পুরো কেরালা রাজ্যকে বর্ষার মেঘ ঘিরতে আরও কিছুটা সময় লাগবে। আবহাওয়াবিদরা বলেই থাকেন বর্ষা ধীরে ধীরে একটি অঞ্চলকে ঘেরে। আপাতত যেমন তা দক্ষিণ কেরালায় প্রবেশ করেছে। পরিস্থিতি অনুকূল মাফিক তা পৌঁছে যাবে কেরালার বাকি অংশে।

প্রসঙ্গত ৩১ মে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার কথা ছিল। সে সব কিচ্ছু হয়নি। সব হিসেব ঘেঁটে দিয়ে গিয়েছে ইয়াস। এমনিতেই আবহাওয়াবিদরা বলেন ৩১ থেকে কম বেশি তিন দিন। সেটাই হয়েছে।

অথচ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এমনটা হয়নি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সেখানে আগেভাগেই ঢুকে পড়ে। ২১ মে সেখানে পা রাখে বর্ষা। তারপর ওডিশা ও বাংলা উপকূলে এল ইয়াস। সে পাড়ি দিল ঝাড়খণ্ড বরাবর এবং বর্ষার গাড়ির চাকাকে লেট করিয়ে দিয়ে গেল। আবহবিদদের ব্যাখ্যা, ‘ইয়াস আন্দামান সাগর থেকে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যায়। এর জন্যই বর্ষার আসায় দেরি হয়ে গিয়েছে।

মৌসুমী বায়ু ধীরে ধীরে শক্তিশালী হয়। কখনও তা শক্তি হারিয়ে ফেলে আবার গতি পায়। ইয়াস সৃষ্টির সময় যে গতি মিলেছিল তার হাত ধরে সাত তাড়াতাড়ি আন্দামানে ঢোকে বর্ষা। তারপর উত্তর-পশ্চিম দিকে গিয়ে দুর্বল হয় ইয়াস। ফলে কেরালার কাছে মৌসুমী বায়ু বাতাসের প্রবাহ শক্তি পায়নি।’ তাঁরা এও বলছেন বাংলাদেশের দিকে ইয়াস গেলে এমনটা হত না। তা এখন হয়নি, ফল বর্ষার দেরি হয়ে যাওয়া।

এরপর ১১ জুন বর্ষা প্রবেশ করতে পারে মহারাষ্ট্রে। একই দিনে তা আসতে পারে তেলঙ্গানাতেও। ১২ জুন তা আসতে পারে পশ্চিমবঙ্গে। ১৩ জুন ওডিশায় ঢুকতে পারে বর্ষা। ১৪ জুন ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু। সবকিছুই নির্ভর করছে বর্ষার এগোনর পথ ও পরিস্থিতি অনুকূল হওয়ার উপরে।

এদিকে মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম, মধ্য ভারত ও দক্ষিণ ভারতে স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টিপাত হবে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকের থেকে কম হবে বৃষ্টি। মঙ্গলবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দীর্ঘকালীন গড় অনুযায়ী ১০১ শতাংশ বৃষ্টি হবে সারা দেশে। অর্থাৎ যা স্বাভাবিকের থেকে বেশি। ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত দীর্ঘকালীন গড় ৯৬ থেকে ১০৪ শতাংশ। গড় বৃষ্টিপাত ৮৮০ মিলিমিটার। তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে ৪০ শতাংশ। সময় অন্তর আপডেট দেবে আবহাওয়া দফতর।

সেই অনুযায়ী উত্তর-পূর্ব ভারতে দীর্ঘকালীন গড়ের ৯৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম ভারতে দীর্ঘকালীন গড়ের ৯২ থেকে ১০৮ শতাংশ বৃষ্টি হতে পারে। মধ্য ভারতে দীর্ঘকালীন গড়ের ১০৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের বেশিরভাগ রাজ্যেই দীর্ঘকালীন গড়ের ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টি হতে পারে।

The post ভারতের মূল ভূখণ্ডে বর্ষা, দক্ষিণ কেরলে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34GMTLM

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages