
রামপুরহাট: করোনাকালে (Corona) চূড়ান্ত অকর্মণ্য আচরণের উদাহরণ। রামপুরহাটে (Rampurhat) কার্যত লকডাউনের (Lockdown) বিধি শিকেয় তুলে পশু বিক্রির হাট। উপচে পড়া ভিড়ে করোনার সংক্রমণ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা। সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচার হতেই তৎপর পুলিশ (Police) প্রশাসন। বীরভূমের (Birbhum) রামপুরহাট শহরের কাছে পশু বিক্রির হাটে হানা পুলিশের। বন্ধ করে দেওয়া হয়েছে হাট। মহামারী আইন ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে, ঘটনা কানে পৌঁছোতেই ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূমের জেলাশাসকও (DM)। ঘটনার রিপোর্ট তলব করেছেন তিনি।
গোটা দেশ করোনার গ্রাসে। রাজ্যে-রাজ্যে তাণ্ডব চালাচ্ছে মারণ ভাইরাস। এরাজ্যেও সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক। রাজ্যে করোনার সংক্রণণ ছড়িয়ে পড়া রুখতে জারি রয়েছে কড়া বিধি নিষেধ।কার্যত লকডাউন চলছে রাজ্যে। আপাতত ১৫ জুন পর্যন্ত চলবে এই বিধি নিষেধ। একটানা এই কড়াকড়ি চলার জেরে রাজ্যে ঝড়ের গতিতে এগিয়ে চলা করোনাভাইরাসের সংক্রমণে কিছুটা হলেও লাগাম পরানো গিয়েছে।
রাজ্যের দৈনিক সংক্রমণের গ্রাফ বর্তমানে নিম্নমুখী। তবে করোনায় এরাজ্যে মৃত্যু হার নিয়ে এখনও উদ্বিগ্ন রাজ্য সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কড়াকড়ির জেরেই রাজ্যে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। রাজ্যের একাংশের জনগণ সচেতন হয়েছেন। করোনা বিধি মেনে চলার জেরেই সংক্রমণে কিছুটা হলেও লাগাম পরানো গিয়েছে।
একদিকে একাংশের জনগণ যখন সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বিধি নিষেধ মানছেন, তখন উল্টো ছবি বীরভূমের রামপুরহাটে। করোনা বিধি (Covid Protocols) উড়িয়েই রামপুরহাট শহরের কাছে পশু বিক্রির হাট। বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে গিয়ে হাটে বিক্রির জন্য বসেছেন বিক্রেতারা।
পশু কিনতে হাটে উপচে পড়া ভিড় ক্রেতাদের। অনেকের মুখেই নেই মাস্ক। একসঙ্গে গায়ে গা লাগিয়ে চলছে বেচা-কেনা। সব মিলিয়ে মহামারীর এই কালে আঁতকে ওঠার মতো একটা ছবি। সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচার হওয়ার পরেই টনক নড়ে প্রশাসনের। দ্রুত সেই হাট বন্ধ করে দেন পুলিশকর্মীরা। মহামারী আইন ভাঙার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
The post করোনা-বিধি শিকেয় তুলে পশু বিক্রির হাট, খবর পেয়েই ব্যবস্থা নিল পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ic6RWX
No comments:
Post a Comment