প্রস্তুতি ম্যাচে পর্তুগালের কাছে আটকে গেল স্পেন - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 5, 2021

প্রস্তুতি ম্যাচে পর্তুগালের কাছে আটকে গেল স্পেন

মাদ্রিদ: ইউরো ২০২০ চ্যাম্পিয়নশিপের (European Championship) আগে দারুণ ছন্দে রয়েছে ইতালি(Italy)৷ তবে টুর্নামেন্টে নামার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে একে অপরের বিরুদ্ধে গোল করতে পারল না স্পেন (Spain) ও পর্তুগাল (Portugal) ৷ একচেটিয়া বলের দখলে রেখে আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আর পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলেও গোল করতে পারেনি গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল(Portugal)। রোমাঞ্চকর ম্যাচে ইউরোর বর্তমান ও প্রাক্তন চ্যাম্পিয়নদের লড়াই শেষ হয় গোলশূন্যভাবে৷

কোভিড-১৯ মহামারী (COVID-19 pandemic) পরবর্তী পরিস্থিতিতে এটাই ছিল স্পেনের মাটিতে প্রথমবার দর্শকদের সামনে খেলার শুরু হয়েছিল ফুটবলারদের৷ মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে দুই দেশের লড়াই দেখতে উপস্থিত ছিলেন প্রায় ১৫ হাজার দর্শক। প্রস্তুতি ম্যাচ হলেও ইউরো চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ ছিল দুই দলের সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ম্যাচের ২৩ মিনিটে স্পেনের (Spain) জালে বল পাঠান জোসে ফন্তে। কিন্তু পাউ তরেসকে ফাউল করায় গোল দেননি রেফারি। এর কিছুক্ষণ পরে সুযোগ পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo) । কিন্তু তাঁর শট সরাসরি স্পেনের গোলরক্ষকের হাতে চলে যায়৷ ম্যাচের প্রথম থেকেই দু’ দলই বল দখলের চেষ্টা করলেও গোলের সামনে তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি।

আলভারো মোরাতা ও পাবলো সারাবিয়ার ব্যর্থতায় গোলের দেখা পায়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ৫০ মিনিটে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন মোরাতা। চার মিনিট পর ফের লক্ষ্যভ্রষ্ট জুভেন্তাসের রোনাল্ডোর সতীর্থের। ৫৮ মিনিটে দারুণ সুযোগ মিস করে হতাশা বাড়ান সারাবিয়া। এর কিছু পরে রোনাল্ডোর হেড লক্ষভ্রষ্ট হওয়ায় হতাশ পর্তুগিজ সমর্থকরা৷

শেষের দিকে গোলের জন্য মরিয়া চেষ্টা করলেও সফল হয়নি স্পেন (Spain)৷ ৮৮ মিনিটে খুব কাছ থেকে তরেসের শট আটকে দেন ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল গোলরক্ষক রুই পাত্রিসিও। আগামী ১৫ জুন হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপে খেতাব ধরে রাখার লড়াই শুরু করবে পর্তুগাল(Portugal)৷ ‘এফ’ গ্রুপে রোনাল্ডোদের(Cristiano Ronaldo) অন্য দুই প্রতিপক্ষ জার্মানি ও ফ্রান্স। আর আগামী ১৪ জুন ঘরের মাঠে সুইডেনের বিরুদ্ধে ইউরো চ্যাম্পিয়নশিপে নামবে টুর্নামেন্টে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন(Spain)৷

The post প্রস্তুতি ম্যাচে পর্তুগালের কাছে আটকে গেল স্পেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TLbBZp

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages