খোলা বাজারে মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন বিক্রি নয় - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 5, 2021

খোলা বাজারে মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন বিক্রি নয়

কলকাতা: খোলা বাজারে মিউকরমাইকোসিসের (Mucormucosis) ইঞ্জেকশন (Injection) বিক্রি করা যাবে না। সরকারি ৭টি সংস্থা থেকেই কেনা যাবে মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল স্বাস্থ্য দফতর (Health Department) । করোনার (Corona) দোসর মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) ।

ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী (Epidemic) হিসেবে ঘোষণা করা হয়েছে। এরাজ্যও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন কয়েকজন। এমনকী মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মহামারী পরিস্থিতির সুযোগে ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম নিয়ে কালোবাজারির ঘটনাও সামনে এসেছে। মিউকরমাইকোসিসের ক্ষেত্রে তা ঠেকাতেই এবার আগেভাগে সতর্কতা রাজ্য স্বাস্থ্য দফতরের।

মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। মিউকরমাইকোসিস (mucormycosis) আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের (South bengal) তিন জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে মিউকরমাইকোসিসে আক্রান্তের খবর মিলেছে।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College & Hospital)মিউকরমাইকোসিসে আক্রান্ত দুজন ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। করোনাকালে আতঙ্ক বাড়াচ্ছে মিউকরমাইকোসিস (mucormycosis) বা ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফেও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে।

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার খবর প্রতিদিন কেন্দ্রকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এর আগে গত ২১ মে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ২৩ হাজার ৬৮০ বোতল ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটেরিসিন-বি পাঠায় কেন্দ্রীয় সরকার। তবে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার।

মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন নিয়ে কড়া এবার এরাজ্যও। কালোবাজারি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের। রীতিমতো নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কেলমাত্র ৭টি সরকারি সংস্থা থেকেই কেনা যাবে।খোলা বাজারে মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন বিক্রি চলবে না। হাসপাতাল-নার্সিংহোমগুলি কিনতে পারবে মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন। প্রেসক্রিপশন দেখিয়ে মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কেনা যাবে না বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুগারের রোগীদের ক্ষেত্রে মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। করোনায় গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়াও দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত বা যাঁরা স্টেরয়েড জাতীয় ওষুধ খান, তাঁদের ক্ষেত্রেও মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

The post খোলা বাজারে মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন বিক্রি নয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fYi2RH

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages