দেশেই স্পুটনিক ভি তৈরীর অনুমতি পেল সেরাম ইনস্টিটিউট - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 5, 2021

দেশেই স্পুটনিক ভি তৈরীর অনুমতি পেল সেরাম ইনস্টিটিউট

রাশিয়ার স্পুটনিক ভি টিকা দেশে প্রস্তুত করতে চায় সেরাম
Image Source: Google

করোনা অতিমারী জেরে জেরবার ভারত। দ্বিতীয় স্ট্রেনের আক্রমণ বেশ জাঁকিয়ে বসেছে সম্প্রতি। এই মুহূর্তে টিকাকরণই একমাত্র বাঁচার উপায়। পুনের সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই টিকা বানিয়ে দেশকে এই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে পাশাপাশি রাশিয়ার স্পুটনিক ভি তৈরির অনুমতি চেয়েও কেন্দ্রের কাছে আবেদন করেছিল আদর পুনাওয়ালার সংস্থা।

তবে খুশির খবর হল মিলেছে ছাড়পত্র। স্পুটনিক ভি কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের থেকে বেশি কার্যকর তা পৃথিবী জুড়ে বৈজ্ঞানিকরা স্বীকার করে নিয়েছেন। ফলে দেশে স্পুটনিক ভি উৎপাদন করা গেলে তা নিঃসন্দেহে বেশ স্বস্তির খবে হবে।

সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, ‘আমরা স্পুটনিক ভি তৈরি প্রাথমিক অনুমতি পেয়েছি। তবে টিকা উৎপাদনে আরও কয়েক মাস সময় লাগবে। ততদিন কোভিশিল্ড এবং কোভোভ্যাক্স তৈরিতেই আমরা মনোনিবেষ করব।’

The post দেশেই স্পুটনিক ভি তৈরীর অনুমতি পেল সেরাম ইনস্টিটিউট appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/34Ob7Uq

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages