গৃহবন্দি থাকতে চেয়ে আদালতে আবেদন ছত্রধর মাহাতোর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 5, 2021

গৃহবন্দি থাকতে চেয়ে আদালতে আবেদন ছত্রধর মাহাতোর

কলকাতা: এবার গৃহবন্দি (House Arrest) থাকতে চান ছত্রধর মাহাতোও (Chatradhar Mahato) । বাড়িতে থেকেই তদন্তের কাজে যাবতীয় সহযোগিতা তিনি করবেন বলে জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছত্রধর মাহাতোকে গৃহবন্দি রাখার আবেদন জানান তাঁর আইনজীবী (Lawyear) ।

আগামী সোমবার নগর দায়রা আদালতে (Court) ছত্রধর মাহাতোর আবেদনের শুনানি হবে। রাজধানী (Rajdhani) এক্সপ্রেস হাইজ্যাক মামলায় গ্রেফতার (Arrest) ছত্রধর মাহাতো। ইউএপিএ (Uapa) মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ (Nia) ।

একদা জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো, বর্তমানে তৃণমূলের (Tmc) অন্যতম রাজ্য সম্পাদক। এর আগে জেল থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে তাকে ছত্রধর মাহাতোর। জঙ্গলমহলে (Jangalmahal) তৃণমূলের একাধিক অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছিল।

এরপর তৃণমূলও তাঁকে সম্মান দেয়। দলের রাজ্য সম্পাদক করা হয়েছে ছত্রধর মাহাতোকে। তবে রাজনৈতিক কার্যকলাপ বেশিদিন চালিয়ে যেতে পারেননি ছত্রধর মাহাতো। তাঁকে পুরনো মামলায় হেফাজতে নেয় কেন্দ্রীয় সংস্থা এনআইএ। ২০১২ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক মামলায় ছত্রধরকে গ্রেফতার করা হয়েছে।

তবে জেলে থাকাকালীন বেশ অসুস্থ হয়ে পড়েছেন ছত্রধর মাহাতো। আগে থেকেই তাঁর একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। সেই কারণেই তাঁকে গৃহবন্দি থাকার সুযোগ দেওয়া হোক বলে আবেদন জানিয়েছেন। ছত্রধর মাহাতোর আইনজীবী আদালতে এই আবেদন জানিয়েছেন।

আদালতে তাঁর আইনজীবী জানিয়েছেন, রাজধানী হাইজ্যাক মামলায় ধৃত ছত্রধর মাহাতো গৃহবন্দি থাকতে চান। তাঁর শারীরিক অসুবিধা রয়েছে। বাড়িতে থেকে তিনি তদন্তের কাজে সবরকম সহযোগিতা করবেন। নগর দায়রা আদালতে আগামী সোমবার ছত্রধর মাহাতোর আবেদনের শুনানি হবে।

The post গৃহবন্দি থাকতে চেয়ে আদালতে আবেদন ছত্রধর মাহাতোর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uQy5oB

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages