দুঃসংবাদ, জুন থেকে সেপ্টেম্বরে বাংলায় কম বৃষ্টির সম্ভাবনা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 2, 2021

দুঃসংবাদ, জুন থেকে সেপ্টেম্বরে বাংলায় কম বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার, কলকাতা : জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলায় স্বাভাবিকের চেয়ে কম (below normal) বৃষ্টি (rain) হতে পারে। মৌসম ভবনের লং-পিরিয়ড অ্যাভারেজে (long period average) এমন তথ্যই উঠে এসেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দেশে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি হবে। তবে উত্তর পূর্ব ভারতে (north east india) স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। যদিও বাংলা পূর্বের রাজ্য কিন্তু যেহেতু উত্তর পূর্ব অংশের রাজ্যের কথা বলা হয়েছে তাই পূবের রাজ্যের মধ্যে পড়ছে বাংলা সেখানে জুন থেকে সেপ্টেম্বর এই সময়ে কম বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

মৌসম ভবনের জানিয়েছে, উত্তর-পশ্চিম, মধ্য ভারত ও দক্ষিণ ভারতে স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টিপাত হবে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকের থেকে কম হবে বৃষ্টি।

মঙ্গলবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দীর্ঘকালীন গড় অনুযায়ী ১০১ শতাংশ বৃষ্টি হবে সারা দেশে। অর্থাৎ যা স্বাভাবিকের থেকে বেশি। ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত দীর্ঘকালীন গড় ৯৬ থেকে ১০৪ শতাংশ। গড় বৃষ্টিপাত ৮৮০ মিলিমিটার। তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে ৪০ শতাংশ। সময় অন্তর আপডেট দেবে আবহাওয়া দফতর।

সেই অনুযায়ী উত্তর-পূর্ব ভারতে দীর্ঘকালীন গড়ের ৯৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম ভারতে দীর্ঘকালীন গড়ের ৯২ থেকে ১০৮ শতাংশ বৃষ্টি হতে পারে। মধ্য ভারতে দীর্ঘকালীন গড়ের ১০৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের বেশিরভাগ রাজ্যেই দীর্ঘকালীন গড়ের ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টি হতে পারে।

প্রথমবার বর্ষার ‘কোর জোন’-এর জন্য বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘ বর্ষার কোর জোন এবং মধ্য ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের আশা করছি আমরা। এটা বর্ষার বলয় সক্রিয় থাকলে হয়। বঙ্গোপাসগরের সিস্টেম তৈরি হয়। সেটার উপরেই বর্ষার পথ অনুকূল হয়। আপতত আমরা মনে করছি ভালো বছর হতে চলেছে।’

The post দুঃসংবাদ, জুন থেকে সেপ্টেম্বরে বাংলায় কম বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pbHMNe

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages