
ভূবনেশ্বর: ক্রমশই কমছিল করোনা (COVID-19) সংক্রমণ। কিন্তু তার মধ্য়েই এসে গেল ঘুর্ণিঝড় ইয়াস (Yaas)। আর তার পর থেকে ফের ওডিশায় (Odisha) ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রবিবার রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৪১ জন। সোমবার এই সংখ্যা ছিল ৮ হাজার ৩১৩ জন। এর পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
রাজ্যের ৬টি জেলা থেকে ৫০০ টিরও বেশি মামলা এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে। এগুলি ছাড়া যে জেলাগুলি নিয়ে উদ্বেগ রয়েছে তার মধ্যে রয়েছে জজপুর, ভদ্রক, বৌদ্ধ, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, বালাসোর, ধেনকানাল এবং কোরাপুট। এই জেলাগুলির মধ্যে চারটি জেলা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ মে রাজ্যে ৪৮ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছিল। বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজারে। সরকারি সূত্রে খবর ইয়াসের জন্য অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই আশ্রয়কেন্দ্রগুলি থেকে উদ্ধারকারীরা তাদের বাড়িতে ফিরে আসতে শুরু করেছে। এরপরই জেলাগুলিতে নতুন করে সংকরট দেখা দিয়েছে। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
তবে ঘূর্ণিঝড়ের আগে ৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে এখনও হাজার হাজার মানুষের বাড়ি ফেরা বাকি। কারণ অনেকগুলি গ্রাম এখনও জলের তলায়। উপকূলের চারটি জেলা – ভদ্রক, বালাসোর, জগৎসিংহপুর এবং কেন্দ্রপাড়ার প্রায় ২৫ টি গ্রামকে কনটেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। গত দু’দিনে বালাসোরে ৭৫৪ টি, ভদ্রকে ৫৮১ টি, জগৎসিংহপুরে ৫৭৯ টি এবং কেন্দ্রপাড়াতে ৪৪৫ টি নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। জগৎসিংহপুরের গদাহারিসপুরের উপকূলের গ্রামগুলিকে ৪ জুন অবধি কনটেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ইরাসামা ব্লক উন্নয়ন কর্মকর্তা কৈলাস বেহেরা বলেছেন, “ব্লকের প্রায় ৩২ টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছিল যেখানে ১ হাজার মানুষ ধরবে। তবে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার সাথে সাথে আরও অনেকে ত্রাণশিবিরগুলিতে এসে আশ্রয় নেন। এখন আমাদের প্রায় ১৫০ টি বিল্ডিংয়ে ৮০০০ জনেরও বেশি লোক রয়েছে। ”
ওই ব্লকে ঘূর্ণিঝড়ের পরে পঞ্চায়েতের নির্বাহী অফিসার এবং গ্রাম রোজার সেবকসহ ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা ইয়াসের সময় মানুষদের ত্রাণ শিবিরগুলিতে আনার কাজ করছিলেন। ওডিশা সরকার ঘোষণা করেছে যাদের ত্রাণ শিবিরগুলিতে আনা হয়েছিল তাদের সবার করোনা পরীক্ষা হবে। রাজ্য থেকে করোনাকে তাড়াতে এই ঘোষণা করেছে সরকার।
The post ইয়াসের প্রভাব, ওডিশায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vL00aG
No comments:
Post a Comment