
নয়াদিল্লি: দেশের করোনা (Covid-19) ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের মধ্যে হাসপাতালের উপর বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার অনলাইন মেডিক্যাল কনসালটেশন সার্ভিস (online medical consultation service) চালু করল। ভারতীয় সেনার জন্য চালু হয়েছে এই পরিষেবা। এর মাধ্যমে জওয়ান এবং তাদের পরিবার লাভবান হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া হবে।
বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরিষবা চালু করেন। এর নাম দেওয়া হয়েছে ‘Services e-Health Assistance & Tele-consultation (SeHAT) OPD portal’। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, https://sehatopd.in/ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর পরিষেবা পাওয়া যাবে। এই অনলাইন OPD প্ল্যাটফর্ম হাসপাতালগুলির বোঝা হ্রাস করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষাবার ক্ষেত্রেও ব্যাপক সুবিধা পাবে। ভার্চুয়ালি এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়, প্রতিরক্ষা মন্ত্রী SeHAT OPD portal-কে উদ্ভাবনের অসাধারণ এক উদাহরণ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, গোটা দেশ যখন কোভিডের বিরুদ্ধে লড়াই করছে তখন এমন এক উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য এ এক অত্যন্ত জটিল সময়। এই সময়ে দাঁড়িয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই পোর্টালটি হাসপাতালগুলির বোঝা হ্রাস করতে সহায়তা করবে। এছাড়া রোগীরা সংস্পর্শে না এসে সহজ এবং কার্যকর পদ্ধতিতে পরামর্শ পাবেন। “আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশবাসীদের যাতে আমরা উন্নত, দ্রুত এবং স্বচ্ছ পরিষেবা দিতে পারি।” বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরও জানিয়েছে যে এটি SeHAT OPD portal এর চূড়ান্ত সংস্করণ। এতে উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। এর ট্রায়াল ভার্শন ২০২০ সালের আগস্টে কার্যকর করা হয়েছিল। এর মধ্যেই চিকিৎসকরা ৬ হাজার ৫০০রও বেশি চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। কোভিড সঙ্কটের কথা বলতে গিয়ে এদিন রাজনাথ সিং বলেন, করোনার দ্বিতীয় ঢেউ কেবল অপ্রত্যাশিতই নয়, প্রথমটির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। তবে এই মহামারী মোকাবিলার জন্য সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
The post সেনার জন্য চালু হল টেলিমেডিসিন পোর্টাল SeHAT, জানুন বিস্তারিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34vFv5U
No comments:
Post a Comment