কোন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে টুইটারে ব্লক করতে চান ভন, দেখে নিন - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 29, 2021

কোন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে টুইটারে ব্লক করতে চান ভন, দেখে নিন

লন্ডনঃ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন(Michael Vaughan) তাঁর স্পষ্টভাষী স্বভাব এবং ক্রিকেটের আনফিল্টার্ড(Unfiltered) বিশ্লেষণের জন্য অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রায়ই ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত ব্যক্ত করেন। মার্চ মাসে হওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়ও ভন চেন্নাইয়ের পিচ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা নিয়ে এদেশের ক্রিকেট অনুরাগীরা বেশ অসন্তুষ্ঠ হয়েছিলেন। ভনের এই বিভিন্ন সময়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে অনেক সময় ট্রোলও কিন্তু হতে হয়।

সম্প্রতি ক্রিকট্র্যাকারের(CricTracker) সঙ্গে এক আলাপচারিতার সময়ে ইংল্যান্ডের হয়ে ১৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভনের একটি মন্তব্য আবার অনুরাগীদের নজর কেড়েছে। ভনকে জিজ্ঞেস করা হয়েছিল একজন ক্রিকেটারের নাম বলতে যাকে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্লক করতে চান। উত্তরে ভন বলেন, ‘ওয়াসিম জাফর(Wasim Jaffer)। সত্যি কথা বলতে, আমি কাউকে ব্লক করি না। আমি শুধুমাত্র তাদেরই ব্লক করি যারা আমার সঙ্গে অপব্যবহার করে এবং যেই অ্যাকাউন্টগুলো নকল হয়’।

তবে ভন যাই বলুক না কেন, জাফরের(Wasim Jaffer) সঙ্গে তাঁর টুইটার দ্বৈরথের কথা মোটামুটি অনেকেই জানেন। অতীতে ভনের করা বহু মন্তব্যে জাফর মজাদার ভঙ্গিতে জবাব দিয়েছেন। এই বারও তার ব্যতিক্রম হয়নি। ভনের এই মন্তব্যের ভিডিও ক্রিকট্র্যাকারের(CricTracker) অ্যাকাউন্ট থেকে টুইট করা হলে সেটি জাফরেরও নজর কাড়ে। আর সঙ্গে সঙ্গে নিজের স্বভাবোচিত ভঙ্গিতে তিনি এই মন্তব্যের জবাব দেন।

৪৩ বছর বয়সি জাফর ভারতের টেস্ট সিরিজ জয়ের একটি মুহূর্তের ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে জাফর-সহ সৌরভ, সচিন, দ্রাবিড় সবাই উচ্ছাস প্রকাশ করছেন। এই ছবি পোস্ট করে জাফর ক্যাপশনে লেখেন, ‘আমি এবং আমার বন্ধুরা যখন জানতে পারলাম মাইকেল ভন আমায় ব্লক করতে চান’।

এরপর সঙ্গে সঙ্গে আসরে নামেন ভন(Michael Vaughan)। তিনি জাফরের টুইটটি রিটুইট করে লেখেন, ‘আমি ওটা কখনওই করবনা ওয়াসিম। যে প্লেয়ার আমার বাজে অফ স্পিনে আউট হয়, সে কখনওই ব্লক হবে না’। ভনের এই খোঁচা দেওয়া টুইটের জবাব জাফরও খোঁচা দিয়েই দেন। তিনি লেখেন, ‘কখনও ভাবিনি তোমার বাজে অফ স্পিনে আউট হওয়ার মূল্য আমায় এভাবে শোধ করতে হবে’।

তবে এটাই কিন্তু প্রথম নয়, ভন আর জাফরের এই টুইটার দ্বৈরথের সাক্ষী এর আগেও বহুবার থেকেছেন অনুরাগীরা। বেশ কিছুদিন আগে ভন বলেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন(Kane Williamson) যদি ভারতীয় হতেন তবে বিরাট কোহলি(Virat Kohli) নন, কেনই হতেন বিশ্বের মহানতম ক্রিকেটার। স্পার্ক স্পোর্টকে(Spark Sport) দেওয়া এক সাক্ষাৎকারে ভন বলেন, মানুষ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কিছু লাইক আর ক্লিক পাওয়ার জন্য বিরাটকে সেরা প্লেয়ার বলেন।

ভনের এই মন্তব্য শোনার পর দেশের হয়ে ৩১টি টেস্ট ও ২টি একদিনের ম্যাচ খেলা জাফর অভিনেতা ঋত্বিক রোশনের প্রসঙ্গ টেনে টুইটারে লেখেন, ‘একটা বেশি আঙুল ঋত্বিকের রয়েছে, তবে খোঁচা সবসময় ভন দেয়’।

The post কোন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে টুইটারে ব্লক করতে চান ভন, দেখে নিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vwzpyj

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages