
নয়াদিল্লি: সাগর রানা(Sagar Rana) হত্যা মামলায় (murder case) অভিযুক্ত সুশীল কুমারের(Sushil Kumar) বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (Maharashtra Control of Organised Crime Act) অর্থাৎ মকোকা (MCOCA) আইনে ব্যবস্থা নিতে চলেছে দিল্লি পুলিশ৷ করাণ তরুণ কুস্তিগীর হত্যাকাণ্ডের পাশাপাশি দিল্লি (Delhi), হরিয়ানা (Haryana) এবং রাজস্থানে (Rajasthan) গ্যাংস্টারের সঙ্গে সুশীলের যোগ পাওয়া গিয়েছে বলে রবিবারই জানিয়েছেন দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক৷
তদন্তের স্বার্থের শনিবারই সুশীলকে আরও চার দিনেন পুলিশি হেফাজতের(Police Remand)মেয়াদ বাড়িয়েছে দিল্লি কোর্ট(Delhi court)৷ সুশীলের পাশাপাশি তাঁর সহযোগী অজয় কুমারকেও চার দিনের পুলিশি হেফাজতের (police custody) নির্দেশ দিয়েছে আদালত৷ ২৩ মে সুশীলের ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লি কোর্ট৷ তদন্তের স্বার্থের শনিবার আরও সাত দিনের পুলিশি হেফাজতের (police custody) জন্য আপিল করেছিল দিল্লি পুলিশ৷ কিন্তু রোহিনী কোর্ট মাত্র চারদিনের হেফাজতের নির্দেশ দেয়৷
মকোকা (MCOCA) আইনে ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷ এই আইনের অভিযুক্তের জামিন মঞ্জুর হয় না৷ তাই সুশীলের বিরুদ্ধে মকোকা আইনে অভিযুক্ত করার কথা ভাবছে দিল্লি পুলিশ। এই সম্ভাবনা সত্যি হলে বিপদ আরও বাড়তে চলেছে অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীরের বিরুদ্ধে। এই ধারা সাধারণত দেওয়া হয় সংগঠিত অপরাধের ক্ষেত্রে। শুধু তাই নয়, আজীবন কারাদন্ডের সম্ভাবনাও থাকে। এই ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য পুলিশ ৬ মাস পর্যন্ত সময় পেতে পারে৷
সাগর হত্যাকাণ্ডে (murder case) ইতিমধ্যেই ৯ জন প্রত্যক্ষদর্শীর (9 eye-witnesses) বয়ান(statements) রেকর্ড করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi police crime branch)৷ প্রত্যেকেই সুশীলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন বলে জানা গিয়েছে৷ সুশীলের বন্ধু প্রিন্স শনিবার রাজসাক্ষী হওয়ায় ইচ্ছেপ্রকাশ করেছে৷ ফলে আরও বিপাকে অলিম্পিকে রুপো ও ব্রোঞ্চ জয়ী কুস্তিগীর সুশীল৷ ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ এব ২০১২ লন্ডন অলিম্পিকে রুপো জিতেছিলেন তিনি৷ এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে কমনওয়েলথ গেমসে তিনটি সোনা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটি সোনা এবং এশিয়ান গেমসে একটি ব্রোঞ্জ ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ মেডেল৷
গত ৪ মে ছত্রসাল স্টেডিয়ামের(Chhatrasal Stadium) পার্কিং এরিয়ায় ২৩ বছরের জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর রানা হত্যাকান্ডে অভিযুক্ত লন্ডন এবং রিও অলিম্পিকে দেশকে পদক দেওয়া সুশীল। ১৯ দিন অন্তর্ধানের পর দিল্লির মুন্দকা(Mundka) অঞ্চল থেকে গ্রেফতার হন ৩৭ বছরের এই কুস্তিগীর।
The post MCOCA আইনে সুশীলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i3XKHG
No comments:
Post a Comment