দেশের করোনাগ্রাফ নিম্নমুখী, মৃত্যুহার নিয়ে বাড়ছে উদ্বেগ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 31, 2021

দেশের করোনাগ্রাফ নিম্নমুখী, মৃত্যুহার নিয়ে বাড়ছে উদ্বেগ

নয়াদিল্লি: দেশে আরও কমল দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুর হারও। সপ্তাহের প্রথম দিনেই করোনা (Corona) স্বস্তি। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ৬৫ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের। হাজার-হাজার মানুষ প্রতিদিন দেশজুড়ে করোনায় মারা যাচ্ছেন। দেশে দৈনিক সংক্রমণ কমলেও করোনা কামড়ে মৃত্যু মিছিল বজায় থাকায় উদ্বিগ্ন কেন্দ্র।

ধীরে ধীরে কমছে করোনার দৈনিক সংক্রমণ। সপ্তাহের প্রথম দিনেই করোনা স্বস্তি দেশে। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন দেড় লক্ষের কিছু বেশি। সব মিলিয়ে সোমবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪। এর মধ্যে ২ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৩৪২ জনই করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ২৯ হাজার ১০০। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২০ লক্ষ ২৬ হাজার ৯২ জন।

করোনার সংক্রমণে লাগাম পরাতে দেশজুড়ে টিকাকরণ (Vaccination) কর্মসূচিতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। এখনও পর্যন্ত দেশের ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ জনের টিকাকরণ হয়ে গিয়েছে। টিকাকরণের গতি আরও বাড়াতে তৎপরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র। টিকা উৎপাদনের কেন্দ্র আরও বাড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশে করোনার সেকেন্ড ওয়েভ শেষের পথে। সংক্রমণ মোকাবিলায় রাজ্যে-রাজ্যে লকডাউন (Lockdown) -সহ একাধিক কড়া বিধির সুফল মিলছে। গোটা দেশে দৈনিক সংক্রমণ কমছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, ওডিশায় ১৫ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিচার করে লকডাউন ওই রাজ্যগুলিতে আরও বাড়ানো হবে কিনা সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের অন্যান্য রাজ্যগুলিতেও করোনার সংক্রমণ রুখতে লকডাউন, আংশিক লকডাউন-সহ একাধিক বিধি নিষেধ জারি রয়েছে।

The post দেশের করোনাগ্রাফ নিম্নমুখী, মৃত্যুহার নিয়ে বাড়ছে উদ্বেগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34DUOJL

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages