
নয়াদিল্লি : দেশজুড়ে লড়াই (Lockdown) জারি মারণ করোনার (Second Wave of Coronavirus) বিরুদ্ধে। অদৃশ্য ব্যাধির দাপটে বিপর্যস্ত জনজীবন। সংক্রমণ রুখতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও করোনা রুখতে বর্তমানে সবচেয়ে বেশি দরকারি যে জিনিসটি তা হল ‘ভ্যাকসিন'(Vaccination)।
করোনা পরিস্থিতি সামলাতে বার বার ভ্যাকসিন প্রদানের কথা বলা হলেও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের ভ্যাকসিনের অপ্রতুলতা, সঠিক পরিকাঠামো এবং পরিকল্পনার অভাবে একাধিক ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠে আসছে। অভিযোগ আসছে সরকারি কো-উইন (Co-WIN) পোর্টালের নামেও।
তবে এই বিষয়ে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health ministry) তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কো-উইন প্ল্যাটফর্ম সম্পূর্ণ সুরক্ষিত এবং এটি হ্যাক হয়নি।
মন্ত্রকের তরফে এদিন আরও জানানো হয়েছে যে, সম্প্রতি অভিযোগ আসছিল যে কো-উইন অ্যাপের মাধ্যমে টিকার জন্য নাম নথিভুক্তকরণ ডিজিটাল বিভাজন (Digital Division) তৈরি হয়েছে। যারফলে মানুষ সঠিক সময়ে এবং সঠিকভাবে টিকা গ্রহণের হাত থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কো-উইন পোর্টালে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করা নাগরিকদের অন্তত ৫০ শতাংশ মানুষকে ইতিমধ্যে টিকা প্রদান করা হয়ে গিয়েছে।
শনিবার এক প্রেস বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, কোউইনকে হ্যাক করা যায় না এবং এর ওটিপি (এক সময়ের পাসওয়ার্ড) এবং ক্যাপচার বৈশিষ্ট্যগুলিও বাইপাস করা যায় না।
জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে কো-উইন অ্যাপের কার্যকারীতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই অ্যাপ ব্যবহার করে ডিজিটাল বিভাজনের মাধ্যমে নির্দিষ্ট কিছু অংশের মানুষ ভ্যাকসিনের সুবিধা পাচ্ছেন, বাকিরা অপ্রাপ্তির তালিকায়৷ কো-উইন পোর্টাল অসাধু উপায়ে ব্যবহৃত হচ্ছে এই ধরনের খবর পরিবেশিত হয়। যারফলে সরকারি অ্যাপ এবং নাগরিকদের সুযোগ সুবিধা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। যদিও তা মানত নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কো-উইন পোর্টাল সম্পূর্ণ সুরক্ষিত আছে বলেও দাবি করা হয় এদিন।
শুধু তাই নয়, গত ২৮ এপ্রিল থেকে ভ্যাকসিন পাওয়ার জন্য এই অ্যাপে নাম রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য।
জানা গিয়েছে, করোনার টিকা পাওয়ার জন্য এখনও পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে ২৪৪ মিলিয়ন মানুষ নাম রেজিষ্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে ১৬৭ মিলিয়ন মানুষ ইতিমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। পরবর্তী ডোজ বা দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য আরও বেশকিছু দিন অপেক্ষা করতে হবে। তবে দেশে ভ্যাকসিনের কোনও ঘাটতি নেই। প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে বলে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
The post টিকা নিতে নাম রেজিষ্ট্রেশনে Co-Win App সুরক্ষিত, জানাল কেন্দ্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R5I0sL
No comments:
Post a Comment