
কলকাতা: “খেলা খেলা দিয়ে শুরু খেলতে খেলতে শেষ, কেউ বলেছিল ছি ছি কেউ বলেছিল বেশ” এই পৃথিবীর এমন অসংখ্য মানুষ আছেন যাদের আত্মার সঙ্গে শরীরের যোগ স্থাপন করতে একটা দীর্ঘ কঠিন পথ অতিক্রম করতে হয়। সমাজের কটুকথা থেকে শুরু করে পরিবারের সমালোচনা লাঞ্ছনা সবটা কাটিয়ে উঠেই স্থাপন করতে হয় নিজের আত্মার সঙ্গে দেহের সম্পর্ক।
তাদের মধ্যেই একজন হলেন ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। পুরুষ দেহে জন্ম নিলেও নিজের মধ্যে খুঁজে পেয়েছিলেন নারীত্ব। তার লিঙ্গ নিয়ে হাজারও কুকথা সমালোচনার পরেও নিজের দৃঢ় আত্মবিশ্বাসের সহিত ঋতু জবাবে বলেছিলেন, শিল্পীর কোন লিঙ্গ হয় না।
শিল্প দক্ষতা ছিল তার নখদর্পনে। সেই শিল্পের প্রতিফলন ঘটিয়েছেন নিজের পরিচালনা এবং অভিনয়ের জগতে। বিজ্ঞাপন সংস্থার চাকরি ছেড়ে ১৯৯২ সালে দিয়েছিলেন প্রথম পরিচালনা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের (Shirshendu Mukhopadhyay) উপন্যাস অবলম্বনে তৈরি করলেন ছবি ‘হীরের আংটি’ (Hirer Angti)। ১৯৯৪ সালের দ্বিতীয় পরিচালনা ‘উনিশে এপ্রিল’ (Unishe April) তাকে এনে দিয়েছিল প্রথম জাতীয় পুরস্কার (National Award)। মাত্র একুশ বছরের চলচ্চিত্র জীবনে তিনি ১২টি জাতীয় পুরস্কার বিজয়ী হয়েছিলেন।
‘দহন’ (Dahan), ‘বাড়িওয়ালী’ (Bariwali), ‘চোখের বালি’ (Chokher Bali), ‘রেনকোট’ (Raincoat), ‘দোসর’ (Dosar), ‘সব চরিত্র কাল্পনিক’ (Shob Charitro Kalponik), ‘আবহমান’ (Abohomaan), দ্য লাস্ট ল্যয়র’ (The Last Lear) প্রমুখ ছবি গুলি তার অসাধরণ শিল্পকার্যের পরিচয়। পরিচালনার পাশাপাশি নিজের অভিনয়ের প্রতি প্রেম ভালোবাসা উজাড় করে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে ‘আরেকটি প্রেমের গল্প’ (Arekti Premer Golpo), ‘মেমোরিস ইন মার্চ’ (Memories in March), ‘চিত্রাঙ্গদা’র (Chitrangada) মতো ছবি গুলিতে। নিঃসন্দেহে বলা চলে বাংলা সিনেমা জগৎকে তিনি দর্শিয়েছেন এক নতুন পথের দিশা।
ক্যালেন্ডারের পাতাতেই কেবল হয়ে চলেছে ঋতু পরিবর্তন, কিন্তু এ ‘ঋতু’র যে কোন পরিবর্তন নেই, কোন পরিপূরক নেই। মানুষের মননে আজও তিনি এবং তার শিল্প চির অমলিন হয়ে আছে। দিনটা ছিল ৩০শে মে, ২০১৩। প্রতিদিনের মতো সকলের ঘুম ভাঙলেও কেবল ঘুম ভাঙেনি ঋতুপর্ণ ঘোষের। ঘুমের মধ্যেই চির নিদ্রায় শায়িত হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে এক মহাশূন্যতা তৈরি হয়েছে। যা কখনই পূরণ হওয়ার নয়।
The post ঋতুরাজ কেবল ঋতুপর্ণ ঘোষই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fwelSH
No comments:
Post a Comment