
বোলপুর: নয়া নজির বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ রাজ্যস্তরে তৃতীয় (Third) স্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (visva bharati university)। স্বভাবতই বিশ্বভারতীর এই গর্বের নজিরে বেশ খুশি বিশ্ববিদ্যালের উপাচার্য থেকে শরু করে ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক আগের স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয় (Cu) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় (Ju)।
বিশ্বের দু’হাজার বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে পর্যালোচনা করে দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভারসিটি র্যাঙ্কিং’। পঠনপাঠন-সহ একাধিক বিষয় খতিয়ে দেখার পরেই সেরার সেরা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়। জানা গিয়েছে, চলতি বছরে এই সংস্থার র্যাঙ্কিংয়ে (Ranking) ভারত থেকে মোট ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছে।
তালিকায় দেশের মধ্যে শীর্ষ (Top) স্থানে রয়েছে গুজরাতের আহমেদাবাদের (Ahmedabad) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভারসিটি র্যাঙ্কিং’-এর তালিকায় দেশের মধ্যে ১৮ নম্বর স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)। একইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় (CU) রয়েছে ২০তম স্থানে। কলকাতা ও যাদবপুরের পরেই তালিকায় ২১তম স্থান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দখলে গিয়েছে।
গত কয়েক বছরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সংঘাতও একটা সময় চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এমনকী খোদ উপাচার্যের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল একাংশ থেকে। শুধু তাই নয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নিয়েও এলাকা তীব্র অসন্তোষের পরিবেশ তৈরি হয়। প্রশ্ন ওঠে বীরভূম জেলা পুলিশের ভূমিকা নিয়ে। একের পর এক বিতর্কের জেরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গরিমায় আঘাত লেগেছে। তবে এত কিছুর পরেও উৎকর্ষতার নিরিখে রবি ঠাকুরের এই বিশ্ববিদ্যালয় সেরার সেরার তালিকায় জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত বিশ্বভারতীর আশ্রমিক থেকে শুরু করে ছাত্রছাত্রী, কর্মী এবং অধ্যাপকরা।
‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভারসিটি র্যাঙ্কিং’-এর তালিকায় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান পেয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লিরই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। একইভাবে তৃতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU) এবং চতুর্থ স্থান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দখলে।
The post বিশ্ব র্যাঙ্কিংয়ে রাজ্যে তৃতীয় স্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Tk1NVU
No comments:
Post a Comment