
নির্ধারিত সময়ের অনেক আগেই উড়িষ্যার বালাসোরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী তিন ঘন্টা চলবে তার ল্যান্ডফল। শেষমুহূর্তে ঝড়ের তান্ডব থেকে বাংলা বেঁচে গেলেও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আর সেই সঙ্গে ভরা কোটাল চন্দ্রগ্রহণের জেরে বন্যায় ভাসতে পারে শহর কলকাতা।
আজ সকাল ৯টা বেজে ১৫ মিনিট থেকে শুরু জোয়ার যা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে। তার মধ্যে এই অতি ভারী বৃষ্টির ফলে তৈরি হচ্ছে বন্যার পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘গোদের উপর বিষফোঁড়া। একে দুর্যোগ, তাতে ভরা কটাল, সঙ্গে চন্দ্রগ্রহণ। ভরা পূর্ণিমায় গঙ্গায় জলস্তর বাড়বে। কলকাতার বিভিন্ন এলাকায় গঙ্গা থেকে জল ঢুকে পড়বে। তার জন্য অবশ্য আলাদা ব্যবস্থা করা আছে।’
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা এবং সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আজ এবং আগামীকাল যে ভারী বৃষ্টি চলবে বলে জানা গেছে। তবে আশার বাণী এই যে, আমফানের মতো ধ্বংসাত্মক হবেনা ইয়াস।
The post গোদের ওপর বিষফোঁড়ার মতো ইয়াসের সঙ্গ দিচ্ছে ভরা কোটাল এবং চন্দ্রগ্রহণ appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3bVptGz
No comments:
Post a Comment