
রায়দিঘি: রাতের ছবিগুলো ভাইরাল। গামছায় মাথা ঢেকে বড় টর্চের আলোয় উপকূল সংলগ্ন এলাকা ঘুরে দেখছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। বুধবার ইয়াস আসার দিন। সকাল থেকেই বাঁধ মেরামতিতে নেমে পড়েছেন। তাঁর নির্দেশে চলছে মাটি কাটা ও বাঁধেন উপর বস্তা ফেলার কাজ। কান্তি গাঙ্গুলীর বিশ্রাম নেই।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি,পাথর প্রতিমা, নামখানা, সাগরদ্বীপ সহ বঙ্গোপসাগর উপকূল ভেঙে নোনা জল ঢুকতে শুরু করেছে। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সামনে মানুষ অসহায়। তবে প্রযুক্তির কল্যাণে আগে থেকেই ঝড়ের গতিবিধি বুঝে শুরু হয়েছে প্রশাসনিক কাজ।
যে কোনও সামুদ্রিক ঝড় এলেই নিজেই এক প্রশাসন হয়ে যান কান্তিবাবু। দল ক্ষমতায় নেই দশ বছর। পরপর তিনবার হারলেন। তবু প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও প্রবীণ সিপিআইএম নেতার ঝড় মোকাবিলা দেখে চমকে যান রাজ্যবাসী। গত আমফানে তাঁর ভূমিকা যেমন ছিল এবার ইয়াস এলেও সেই একই ভূমিকা। তবে রাজনৈতিক ছবিতে বামেরা পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গিয়েছে সদ্য বিধানসভার ভোটে। কান্তি গাঙ্গুলী নিজে রায়দিঘিতে তিন নম্বরে নেমে গিয়েছেন। গত দু দশকের বেশি টানা জয়, মন্ত্রীত্ব সবই অতীত। হতে পারত এমন নাম রায়দিঘির রায় মশাই। তা হয়নি। বরং নাম হয়েছে কান্তি বুড়ো। বয়স ৭৮ এর কোঠায়। বুড়ো হলেও দৌড়চ্ছেন ঝড়ের আগে। সুন্দরবন এলাকার চালু কথা “ঝড়ের আগে কান্তি আসে…”।
দলীয় মুখপত্র ও নিজের ফেসবুক পেজে ঘূর্ণিঝড়ের সময় বেশ কয়েকটি আবশ্যকীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তিনি বলেছেন আগে থেকেই পানীয় জল মজুত করতে হবে। কারণ দূর্বল বাঁধ ভেঙে সাগরের জল ঢুকবেই। নোনা জল ঢুকলেই পানীয় জলের অভাব প্রকট হবে।
সম্প্রতি ঝাঁ চকচকে কোভিড হাসপাতাল গড়ে চমকে দিয়েছেন তিনি। হাসপাতালের উদ্বোধনের পরেই ঝড়ের গতিতে উপকূল এলাকায় পৌঁছে গিয়েছেন কান্তি গাঙ্গুলী।সোমবার রাতে ঝড়ের আগেই চলে এসেছেন কান্তিবাবু। সঙ্গে এনেছেন বস্তা বস্তা ত্রাণ, ত্রিপল, ওষুধ, স্যানিটাইজার। মঙ্গলবার রাতে শুরু হয়েছে তাঁর ত্রাণ শিবির।
কান্তি গাঙ্গুলীর পরামর্শ মতো সিপিআইএমের দলীয় সহকর্মীরা তৈরি। যেভাবে আমফানের সময় ঝাঁপিয়ে পড়েছিলেন এবারও ইয়াস আসার আগে নেমে পড়েছেন তিনি।বু়ধবার ঝড়ের দিন সকাল থেকে বাঁধ মেরামতিতে ৭৮ বছরের কান্তি গাঙ্গুলী নেমেছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল এলাকায় ফের কান্তি ভরসা।
The post রাতে ত্রাণ শিবিরে, সকালে বাঁধ মেরামতি, ইয়াস ঝড়ে অক্লান্ত কান্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fiAsw2
No comments:
Post a Comment