
নয়া দিল্লি: সম্প্রতি গুগল (Google) একটি নতুন আপডেট যুক্ত করেছে। এই নতুন আপডেটে জিমেলে (Gmail) থাকা ছবি সরাসরি সংরক্ষণ করা যাবে গুগল ফটোসে (Google Photos) । ব্যবহারকারীরা “সেভ টু ফটো” বিকল্পের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে মেলে থাকা ছবিগুলি। তবে আপাতত ছবি সংরক্ষণের জন্য পাওয়া যাবে শুধু মাত্র জেপিজি ফর্ম্যাটটি। ছবির অন্যান্য ফর্মেটগুলি কবে থেকে উপলভ্য হতে পারে সেই বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
অনেকেই গুগলের এই নয়া সংযোজনটি খুব গুরুত্বপূর্ণ এবং দরকারী বলে মনে করছে। তার কারণ ২০১৯ সালে গুগল তাদের গুগল ফটোস (Google Photos) এবং গুগল ড্রাইভের (Google Drive) মধ্যে সিঙ্কটি বাতিল করেছিল।
সম্প্রতি গুগল ওয়ার্কপেস ব্লগে (Workspace blog) তাদের নতুন বৈশিষ্ট্যটির কথা উল্লেখ করেছে। সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীরা জিমেল থেকে সরাসরি ছবি সংরক্ষণ করতে পারবে গুগল ফটোসে। সেক্ষেত্রে “সেভ টু ফটো” (Save to Photo) বিকল্প নির্বাচন করতে হবে। আর তাহলে জেপিজি ফর্মাটে ছবি সংরক্ষিত হয়ে যাবে গুগল ফটোজে। এর পাশাপাশি নতুন বৈশিষ্ট্যে পাওয়া যাবে “অ্যাড টু ড্রাইভ” (Add to Drive) বিকল্পটিও।
ব্লগে বলা হয়েছে, গুগলের নতুন বৈশিষ্ট্যটি চালু থাকবে ডিফল্ট হিসেবে। ব্যবহারকারী ছবি নির্বাচন করে সেভ টু ফটো করলে ছবি সংরক্ষণ হয়ে যাবে গুগল ফটোসে। পাশাপাশি গুগল ড্রাইভে সংরক্ষণের ক্ষেত্রেও এই একই পন্থা অবলম্বন করতে হবে ব্যবহারকারীদের।
নতুন বৈশিষ্ট্যটির জন্য গুগল একটি সমর্থন পৃষ্ঠাও চালু করেছে। এই পৃষ্ঠায় সংস্থা ছবি সংরক্ষণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করেছে।
এছাড়াও গত সপ্তাহে গুগল আরও একটি নতুন আপডেটের কথা উল্লেখ করেছিল। সংস্থার তরফে উল্লেখ করা হয়েছিল ক্রোমের ওভারভিউ মেনুতে একটি নতুন `অনুসরণ`(Follow) বিকল্প চালু করার বিষয়টি । এর পাশাপাশি গুগল চালু করতে পারে ‘ক্রোম ক্যানারি’ (Chrome Canary) নামে একটি চ্যানেল বলেও মনে করা হচ্ছে । গুগলের এই নতুন বৈশিষ্ট্যটি স্থিতিশীল সংস্করণে পৌঁছানোর আগে ক্রোম বিটা চ্যানেলেও স্থানান্তরিত করা হতে পারে। পাশাপাশি `অনুসরণ`(Follow) বিকল্পটির ক্ষেত্রেও এই একই পদ্ধতি অবলম্বন করতে পারে গুগল।
The post গুগলের নয়া আপডেট, জিমেলের ছবি সংরক্ষণ করা যাবে গুগল ফটোসে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vsPqVW
No comments:
Post a Comment