
কলকাতা: ভারতের মুম্বাইয়ে ১৯৫৬ সালে যাত্রা শুরু করেছিল জীবন বীমা সংস্থা (LIC)। দীর্ঘ ৬৫ বছর যাত্রা পথে এখন এই সংস্থা ভারতে অন্যতম একটি বিশ্বস্ত জীবন বীমা সংস্থা হয়ে উঠেছে (LIC)। গোটা দেশব্যাপী এলআইসি তাদের ২৫০ মিলিয়নের বেশি মানুষকে পরিষেবা দিয়ে চলেছে। একাধিক প্রকল্প রয়েছে এই বীমা সংস্থার আওতায়। তবে এবার বীমা নয়, সংস্থা তাদের Associate পদে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড (LICHFL) তাদের Associate পদে নিয়োগ করতে চলেছে বেশকিছু যোগ্য প্রার্থী।
চাকরির বিবরণ (Job Details)
২৪ মে থেকে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড (LICHFL) তাদের Associate পদের জন্য আবেদনের প্রক্রিয়া চালু করেছে। এই প্রক্রিয়া শেষ করা হবে আগামী ৭ জুন। বীমা সংস্থার Associate পদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। প্রার্থীরা অনলাইন https://ift.tt/3phHNy6 ঠিকানায় পেয়ে যাবে আবেদনের ফর্মটি। এর পাশাপাশি https://ift.tt/2Sy1fLZ লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে বিজ্ঞপ্তিতে দেওয়া পদ সহ বাকি সমস্ত তথ্যগুলি।
পদ সংখ্যা (VACANCY)
এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড (LICHFL) তাদের Associate পদে মোট ৬ জন প্রার্থী নিয়োগ করবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বেতন (SALARY)
এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড (LICHFL) তরফে তাদের Associate পদের জন্য বার্ষিক বেতনের মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের এই পদের জন্য দেওয়া হবে ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক বেতন ।
বয়সসীমা (Age Limit)
বীমা সংস্থার এই পদে চাকরি করার জন্য আবেদন করতে পারবে ১.১.২০২১ অনুযায়ী যাদের বয়স রয়েছে ২৩ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী Associate পদে চাকরির জন্য প্রার্থীদের দেশের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হতে হবে। তবে সেই ক্ষেত্রে আবেদনের জন্য সোশ্যাল ওয়ার্ক এবং রুরাল ম্যানেজমেন্ট বিভাগে ৫০ শতাংশ নম্বর থাকা জরুরি।
নির্বাচনের পদ্ধতি (Selection Procedure)
অনলাইন মাধ্যমে একটি পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে বীমা সংস্থা তাদের Associate পদে চাকরির জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।
The post জীবন বীমা সংস্থায় চাকরির সুযোগ, বার্ষিক বেতন ৯ লক্ষ টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wDWUFM
No comments:
Post a Comment