স্বস্তি দিচ্ছে না করোনার গ্রাফ, ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 26, 2021

স্বস্তি দিচ্ছে না করোনার গ্রাফ, ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু

নয়াদিল্লি: আশা জাগিয়ে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ২ লক্ষের নিচে। কিন্তু বুধবার তা ফের বাড়ল। ফের ২ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা। বেড়েছে মৃতের সংখ্যাও। গতকালের তুলনায় কমেছে সুস্থতার হারও।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন বেড়েছে। মঙ্গলবার ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন আক্রান্ত হয়েছিলেন। বুধবার সেই সংখ্যা ফের বেড়ে গেল। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা টপকে গিয়েছিল ৪ লক্ষের গণ্ডি। সেদিক থেকে বর্তমান আক্রান্তের সংখ্যা অনেকটাই আশার আলো জাগিয়েছে। তবে মঙ্গলবারের চেয়ে বুধবার মৃতের সংখ্যাও বেড়েছে। এদিন ফের মৃতের সংখ্যা পেরিয়েছে ৪ হাজারের গণ্ডি। মঙ্গলবার যেখানে ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছিল সেখানে বুধবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে এদিন সুস্থতার হারও কমেছে। মঙ্গলবার সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। আর বুধবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন। তবে দৈনিক আক্রান্তের থেকে এদিনও সুস্থতার সংখ্যা বেশি।

এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা অবশ্য কমেছে। মঙ্গলবার দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২। সেখানে গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেস হয়েছে ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১। গত কয়েকদিন ধরে দেশে সক্রিয় করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী রয়েছে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জনের। মোট ২০ কোটি ৬ লক্ষ ৬২ হাজার ৪৫৬ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

The post স্বস্তি দিচ্ছে না করোনার গ্রাফ, ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QXwrnq

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages