ইয়াস এর বৃষ্টিতে ভিজবেন না, শরীরে বাসা বাঁধতে পারে করোনা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 26, 2021

ইয়াস এর বৃষ্টিতে ভিজবেন না, শরীরে বাসা বাঁধতে পারে করোনা

ছবি : প্রতীকী

দীর্ঘদিন ভ্যাপসা গরমের পরবিগত দুদিন ধরে ইয়াসের প্রভাবে ররাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা গেছে বৃষ্টি। কংক্রিটের জঙ্গলে আটকে থাকা শহরবাসী এই বৃষ্টি দেখেই ভাবতে পারেন একটু ভিজলে মন্দ হয়না। ছাদে উঠে বৃষ্টি উপভোগ করতে হয়তো চাইবেন অনেকেই। দীর্ঘদিন বাড়িতে বন্দি থাকার ফলে বাচ্চাদের মধ্যেও দেখা দিতে পারে বৃষ্টিতে ভেজার প্রবণতা তবে এর ফল হতে পারে মারাত্মক।

বিশেষজ্ঞরা বলছেন এই সময় বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করলে ফুসফুসের উপরিভাগ অর্থাৎ মিউকাস মেমব্রেন দুর্বল হয়ে পড়বে। এই মিউকাস মেমব্রেন বহু ভাইরাসের হাত থেকে শরীরকে বাঁচায় তবে সে যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সহজেই জীবাণু ঢুকে পড়বে শরীরে। আর এই সুযোগে হামলা করতে পারে নোভেল করোনা ভাইরাস।

হাসপাতালে বেড নেই, রয়েছে টিকার ঘাটতি ফলে স্বাভাবিক ভাবেই এই সময় বিন্দুমাত্র রিস্ক নেওয়া উচিত হবেনা বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ফলে এই বৃষ্টি বাড়ির জানলা থেকে উপভোগ করাই সবথেকে মঙ্গল।

The post ইয়াস এর বৃষ্টিতে ভিজবেন না, শরীরে বাসা বাঁধতে পারে করোনা appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/3ukjGkb

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages