
ভোপাল : মারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটাদেশ। কোনও ভাবেই বাগে আনা যাচ্ছে না অদৃশ্য এই অতিমারী পরিস্থিতিকে। বাজারে ভ্যাকসিন এবং দেশের বিভিন্ন প্রান্তে পকেট লকডাউন করেও ঠেকানো সম্ভব হচ্ছে না সংক্রমণের দাপট। বরং দিন যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়িয়ে কঠিন হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। আর এই অবস্থায় এবার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে একমাসের কঠোর লকডাউন জারির পক্ষে সওয়াল করলেন খোদ বিজেপি বিধায়ক।
করোনার দ্বিতীয় ধাক্কায় রীতিমতো বেসামাল গোটাদেশ। অবস্থা খারাপ মধ্যপ্রদেশেরও। এই রাজ্যে দিন যত যাচ্ছে ততই হু হু করে চড়ছে সংক্রমণের পারদ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই অবস্থায় করোনা রুখতে ‘ভার্চুয়ালি মিটিং’ নয় অন্তত ‘একমাসের’ কড়া লকডাউন ভাঙতে পারে সংক্রমনের চেন৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই মর্মে চিঠি দিয়ে রাজ্যে করোনা ঠেকাতে অবিলম্বে লকডাউন জারির পক্ষে সওয়াল করলেন বিজেপি বিধায়ক নারায়ণ ত্রিপাঠি।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ। এমন অবস্থায় ঘন ঘন ‘ভার্চুয়ালি মিটিং’ ডাকা ‘তামাশা’ ছাড়া আর কিছু। অনলাইন বৈঠক ডেকে এই পরিস্থিতি কোনও ভাবেই আয়ত্তে আনা সম্ভব নয়।
তিনি আরও জানান, মধ্যপ্রদেশে যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে তাতে একমাসের লকডাউন কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এই অবস্থায় সমস্ত জরুরি পরিষেবা খোলা রেখে লকডাউন ডাকা যেতে পারে।
শুধু তাই নয়, রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় তিনি রাজ্যের প্রতিটা কোণায় জনগণের দরজায় দরজায় গিয়ে করোনা পরীক্ষার আর্জিও জানিয়েছেন। অন্যদিকে, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্ল দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে মধ্যপ্রদেশেও। একদিনে মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ১২,৬৬২ জন। মারণ ব্যাধিতে প্রাণ হারিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ৯৪ জন।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। গত সপ্তাহে যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল সংক্রমণ, গত কয়েকদিনের সংখ্যা তার চেয়ে কিছুটা কম। তবে সোমবারের তুলনায় একদিনে মৃত্যুর সংখ্যা অল্প বেড়েছে। সোমবার যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪১৭ জন, সেখানে মঙ্গলবার ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে।
বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২২ হাজার ৪০৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন।
The post করোনা ঠেকাতে ভার্চুয়ালি মিটিং আসলে ‘তামাশা’, সওয়াল বিজেপি বিধায়কের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nNBH8S
No comments:
Post a Comment