হিংসা থামাতে মমতার আবেদন, তাও রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষ অব্যাহত - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 5, 2021

হিংসা থামাতে মমতার আবেদন, তাও রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষ অব্যাহত

কলকাতা : রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষ  (Post poll Violence) অব্যাহত। এই আবহেই বুধবার রাজ্যের তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও হাজির থাকছেন না বিজেপি 9BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । তাঁর বক্তব্য, “রাজ্যে বিজেপি কর্মীদের যে ভাবে মারা হচ্ছে শাসক দলের নেতৃত্বে, তাই আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না।”
তবে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে হিংসা বন্ধ করার জন্য নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের সব মানুষকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন। কিন্তু তার পরেও রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের মধ্যে আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনা চলছেই।

গত ২৪ ঘণ্টায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সহ তিন জন খুন হয়েছেন। অভিযোগের তির বিজেপি-র দিকে। ভাঙ্গরে তৃণমূলের এক কর্মীর তুলোর গুদামে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার উস্তির একটি ঘটনায় নিজেদের তৃণমূলের কর্মী বলে দাবি করেছে নিহতের পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, তারা বিজেপি করেন বলে তাদের ওপর হামলা করেছে তৃণমূলের লোকেরাই। তবে উস্তির এই ঘটনাকে পুলিশ পারিবারিক বিবাদের ঘটনা বলে জানিয়েছে। কাটোয়ায় তৃণমূল কর্মীর ওপর গতকাল রাতে বিজেপি হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ।

মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেছেন, “যারা খুন হয়েছেমন, তাঁরা তৃণমূলের। বুঝতে হবে করা হামলা চালিয়েছে। যাঁরা ভোটের আগে সাম্প্রদায়িক মনোভাবকে উস্কানি দিয়ে ভোটে জেতার চেষ্টা করেছেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। ভোটের পরাজয়ের পরেও তাঁরা ন্যক্কারজনক ভাবে সেই চেষ্টা করছেন। আমি বার বার রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছি, আবারও জানাচ্ছি।”

এদিকে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) রাজ্যের হিংসা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের কোথাও সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তবে বিজেপি-র তরফে আজ রাজ্য জুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে রাস্তায় থাকবে বিজেপি। বিজেপি চাইছে রাজ্যে ৩৬৫ জারি করা হোক। দিলীপ ঘোষ জানান, “বিজেপি বিধায়কদের নিয়ে হেস্টিংসে বৈঠক ডাকা হয়েছে বুধবার। পুলিশ বিজেপি রাজ্য দফতরের সামনের ধর্ণা মঞ্চ ভেঙে দিয়েছে। হেস্টিংসের বৈঠকের পর বিজেপি ধর্ণা কর্মসূচি শুরু করবে।” জে পি নাড্ডা জানিয়েছেন, “রাজ্যের যা পরিস্থিতি তাতে বিজেপি চুপ করে থাকবে না।”

The post হিংসা থামাতে মমতার আবেদন, তাও রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষ অব্যাহত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h3VRu6

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages