বসিরহাটের সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান যে সবসময় নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তা আর নতুন মরে বলার কিছু নেই। যবে থেকে স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের দূরত্ব বাড়তে শুরু করেছে তবে থেকে আরো বেশি গুঞ্জন শুরু হয়েছে অভিনেত্রীকে নিয়ে।
অভিনেতা যশ এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরত এমন গুঞ্জন শোনা যায় টলি পাড়ায়। একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার পাশাপাশি মাঝেমধ্যে ডিনার ডেটেও দেখা গেছে দুজনকে। অন্যদিকে নিখিল এবং নুসরত একসাথে থাকেননা বহুদিন হল ফলে স্বাভাবিক ভাবেই তাদের সম্পর্ক বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছে।
এমন সময়েই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত লিখলেন কবি দীক্ষা সুমনের লাইন, ‘কেউ ভালবেসে আঘাত করে আবার কেউ সেই ব্যথায় ভালবাসার প্রলেপ লাগিয়ে দেয়।’ এই লাইনের মধ্য দিয়েইঞ্জে নিজের আবেগ প্রকাশ করছেন অভিনেত্রী তা আর বলার অপেক্ষা রাখেনা। প্রাক্তন স্বামী এবং বিশেষ বন্ধু দুজনকেই উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন তিনি।
The post ইন্সটাগ্রামে বিশেষ পোস্ট নুসরতের, তুঙ্গে জল্পনা appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3fvUnaV
No comments:
Post a Comment