
আবার এসে উপস্থিত হয়েছে জুন মাস। আগের বছর এই মাসেরই ১৪ তারিখে মৃত্যু হয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তার পর থেকেই উত্তাল হয়েছে গোটা দেশ। সুশান্তের মৃত্যুর পর থেকেই আঙুল উঠতে শুরু করেছে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। মাদকযোগ পাওয়ায় জেল ও খেটেছেন রিয়া।
সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কম পোস্ট করে রিয়া। ধীরে ধীরে জিমে গিয়ে পরিবারের সাথে সময় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন অভিনেত্রী। তবে সুশান্তের মৃত্যুবর্ষিকীর আগেই ফের একবার আবেগঘন পোস্ট করলেন তিনি।
ইন্সটাগ্রামে রিয়া লিখলেন, ‘নিদারুণ যন্ত্রণা থেকে প্রবল শক্তির উদ্ভব হয়! আর এতে তোমাকে আমায় বিশ্বাস করতেই হবে। শক্ত থেকো… ভালবাসা নিও, রিয়া।’
The post সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগেই ফের আবেগঘন পোস্ট করলেন রিয়া appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/34qkYzV
No comments:
Post a Comment