সাগর রানা হত্যাকাণ্ডে সুশীলের বিরুদ্ধে বয়ান দিলেন ৮ প্রত্যক্ষদর্শী - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 27, 2021

সাগর রানা হত্যাকাণ্ডে সুশীলের বিরুদ্ধে বয়ান দিলেন ৮ প্রত্যক্ষদর্শী

নয়াদিল্লি: দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে (Chhatrasal Stadium) প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর রানা (Sagar Rana) হত্যাকাণ্ডে (murder case) ৮ জন প্রত্যক্ষদর্শীর (8 eye-witnesses) বয়ান(statements) রেকর্ড করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi police crime branch)৷ তরুণ কুস্তিগীর হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে অলিম্পিকে দু’বারের পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের (Sushil Kumar)৷ সুত্রের খবর, সুশীলের বিরুদ্ধে ৮ জন প্রত্যক্ষদর্শীই সাক্ষী দিয়েছেন বলে জানা গিয়েছে৷

ঘটনার পর থেকে ১৯ দিন ধরে গা-ঢাকা দিয়ে থাকার পর গত রবিবার সকালে অলিম্পিকে(Olympics) জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীলকে দিল্লির মুন্দকা(Mundka) এলাকা থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল। পুলিশের জালে ধরা পড়েন সুশীলের সহযোগী অজয় কুমারকেও(Ajay Kumar)৷ এরপর আদালতের নির্দেশে সুশীলকে ৬ দিনের পুলিশি হেফাজতে নেয় দিল্লি পুলিশ (Delhi Police)৷ ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi police crime branch)৷ সোমবার সুশীলকে ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে ঘটনার পুনর্নিমাণ(Recreation) করেন তদন্তকারী অফিসাররা৷

তবে তদন্তকারী অফিসারদের সঙ্গে সুশীল সাহায্য করছে বলে জানা গিয়েছে৷ ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোন (mobile phone) ফেলে দেওয়া dumped হয়েছে বলেও ক্রাইন ব্রাঞ্চের অফিসারদের জানিয়েছেন সুশীল কুমার৷ এছাড়াও ছত্রসাল স্টেডিয়ামের (Chhatrasal Stadium) ঘটনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সুশীল জানিয়েছেন বলেও পুলিশ সুত্রে জানা গিয়েছে৷ মঙ্গলবার রাতেই দিল্লির খাঞ্জওয়ালা এলাকা Kanjhawala area থেকে এই ঘটনায় জড়িত সুশীলের আরও চার সহযোগীতে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদেরকেও বুধবার পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷

সুশীলকেও বুধবারও ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করা হয়েছে। ক্রাইম বাঞ্চের আধিকারিকেরা জানিয়েছেন, সাগর রানা হত্যাকাণ্ডের দিন ঘটনাগুলি ক্রমানুযায়ী সাজিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে ঘটনার তদন্ত হচ্ছে একই সঙ্গে ঘটনার পর সুশীল কোথায় কোথায় গা-ঢাকা দিয়েছিল, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত খুনের অভিযোগ স্বীকার না-করলেও ঘটনাস্থলে তিনি যে উপস্থিত ছিলেন, পুলিশের কাছে তা স্বীকার করেছেন সুশীল কুমার (Sushil Kumar)৷ বুধবার পুলিশ লক-আপেই তাঁর ৩৮তম জন্মদিন কাটিয়েছেন অলিম্পিকে রুপো ও ব্রোঞ্জজয়ী এই কুস্তিগীর৷

The post সাগর রানা হত্যাকাণ্ডে সুশীলের বিরুদ্ধে বয়ান দিলেন ৮ প্রত্যক্ষদর্শী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QZE5xA

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages