মায়াবতীকে কু-মন্তব্যের জের, রাষ্ট্রসংঘের দূতের পদ থেকে সরানো হল রণদীপকে - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 29, 2021

মায়াবতীকে কু-মন্তব্যের জের, রাষ্ট্রসংঘের দূতের পদ থেকে সরানো হল রণদীপকে

মুম্বই: প্রকাশ্যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীকে (Mayawati) কটূক্তির জেরে রাষ্ট্রসংঘের দূতের পদ থেকে সরানো হল অভিনেতা রণদীপ হুডাকে (Randeep Hooda)। তিনি কনভেনশন ফর মাইগ্রেটরি স্পেসিজ অফ ওয়াইল্ড অ্যানিমেলস (Conservation of Migratory Species of Wild Animals)-বিভাগের দূত হিসাবে নিয়োজিত ছিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী (Mayawati) সম্পর্কে কু-মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল বাঁধে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বলিউড অভিনেতাকে গ্রেফতারের দাবি তোলেন নেটিজেনরা। এরপরই রাষ্ট্রসংঘের (United Nations) দূতের পদ থেকে অপসারিত করা হয় রণদীপ হুডাকে।

২০১২ সালের পুরনো ভিডিও দিন কয়েক ধরে নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা ভাইরাল হওয়ার পরেই নেটিজেনদের রোষানলে পড়েছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। অভিনেতাকে দূতের পদ থেকে সরানোর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক। তার কথা অনুযায়ী, রণদীপের এমন মন্তব্য নীতিগতভাবে রাষ্ট্রসংঘ বিরোধী। বর্ণবিদ্বেষী, লিঙ্গবৈষম্যকে সংগঠন সমর্থন করে না। পাশাপাশি তিনি এও জানান যে, ২০১২ সালের ওই ভিডিও সম্পর্কে অবগত ছিল না সংগঠন, তাই ২০২০ সালে তাঁকে মাইগ্রেটরি স্পেসিজ অফ ওয়াইল্ড অ্যানিমেলস-এর দূত হিসেবে নিয়োগ করা হয়েছিল।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি আলোচনা সভায় রণদীপ হুডা (Randeep Hooda) বলছেন ‘এবার আমি একটি অশ্লীল ঠাট্টা করব।’ তারপরেই তিনি নাম নেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি (BSP) দলের নেত্রী মায়াবতীর। তারপর তিনি যে কথাগুলো বলেন তা অত্যন্ত কুরুচিকর বলেই দাবি করা হয়েছে। দেখা যায়, তাঁর ঠাট্টা শেষ হতেই শ্রোতা ও দর্শকরা হেসে ওঠেন। তারপরেই রণদীপের বিপক্ষে চলে গিয়েছেন নেটিজেনরা। দেখে নিন সেই ভিডিয়ো –

The post মায়াবতীকে কু-মন্তব্যের জের, রাষ্ট্রসংঘের দূতের পদ থেকে সরানো হল রণদীপকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3c2gTWu

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages