ইয়াস ‘এফেক্ট’ কাটতেই কলকাতায় জৈষ্ঠ্যের অস্বস্তিকর গরম - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 29, 2021

ইয়াস ‘এফেক্ট’ কাটতেই কলকাতায় জৈষ্ঠ্যের অস্বস্তিকর গরম

স্টাফ রিপোর্টার, কলকাতা : ঝড় (storm) বৃষ্টি থামতেই হু হু করে বাড়তে শুরু করেছে কলকাতার তাপমাত্রা। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের শনিবার সকালের নয়া আপডেট।

গত কাল শুক্রবার ছিল। তার থেকে আজ শনিবার তুলনায় তাপমাত্রা বেড়েছে। উঠে এসেছে স্বাভাবিকের উপরেও। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস (celcius), যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের (normal) থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রিতে। অর্থাৎ এটিও যে স্বাভাবিকের উপরে চলে আসবে তা স্পষ্ট। বৃষ্টি হয়নি। অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তা কতটা হবে তা সময় বলবে।

প্রসঙ্গত ২৬ মে কলকাতায় ৯.৫ মিলিমিটার বৃষ্টি (rain) হয়। ২৫ মে কলকাতায় (kolkata) বৃষ্টি হয় ৫.০ মিলিমিটার। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছিল ১১৩.৮ মিলিমিটার। শুক্রবার সকাল পর্যন্ত ৮৯.৬ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়।

শুক্রবার সকালে কলকাতার (kolkata) সর্বনিম্ন (minimum) তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস (celcius), যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস , যা।স্বাভাবিকের (normal) থেকে তিন ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ।

বৃহস্পতিবার সকালে কলকাতার (kolkata) সর্বনিম্ন (minimum) তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস (celcius), যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস , যা।স্বাভাবিকের(normal) থেকে পাঁচ ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৬শতাংশ। বৃষ্টি (rain)হয়েছে ৩২.৭ মিলিমিটার। গতকাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল ২৬.৯ মিলিমিটার।

বুধবারের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৯শতাংশ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ। অর্থাৎ যে ভাবে বৃষ্টির জেরে একটু গরম কমেছিল ঠিক সেই সিঁড়ি বেয়েই বেড়েছে কলকাতার গরম। তা যে অস্বস্তিকর হবে তা বলা যেতেই পারে।

The post ইয়াস ‘এফেক্ট’ কাটতেই কলকাতায় জৈষ্ঠ্যের অস্বস্তিকর গরম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34qyeED

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages