
অ্যান্টিগা: বিদেশে গ্রেফতার পিএনবি কাণ্ডে (PNB Scam) অন্যতম প্রধান অভিযুক্ত মেহুল চোকসি (Mehul Choksi) । এবার এই হীরে ব্যবসায়ীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন অ্যান্টিগার (Antigua) প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনে (Gaston Browne)। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্রাউন জানিয়েছেন, বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন মেহুল চোকসি। ডমিনকায় তাকে ধরে ফেলে পুলিশ। চোকসিকে ভারতে (India)ফেরত পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ জালিয়াতি কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। ভারত থেকে পালিয়ে গিয়ে অ্যান্টিগায় আশ্রয় নিয়েছিলেন তিনি। গত ২৬ মে অ্যান্টিগা থেকে পালিয়ে ডমিনিকায় যান তিনি। সেখানেই পুলিশের (Police) হাতে ধরা পড়েন ভারতে ব্যাঙ্ক ঋণ জালিয়াতিতে প্রধান অভিযুক্ত। আপাতত কারাগারেই বন্দি রয়েছেন তিনি। চোকসিকে ভারতে পাঠানোর ব্যাপারে সবরকম চেষ্টা চলছে। অন্যদিকে, চোকসির আইনজীবীদের অভিযোগ, গত ২৩ মে তাঁকে অপহরণ করা হয়েছিল। তাঁদের আরও দাবি, অ্যান্টিগা সরকারের সাহায্যে ভারত সরকারের লোকজনই তাঁকে অপহরণ করে।
৬২ বছর বয়সী অভিযুক্ত এই হীরে ব্যবসায়ী বর্তমানে রয়েছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কারাগারে। ডমিনিকায় তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। ব্যাঙ্ক প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া হীরে ব্যবসায়ী মেহুল চোকসির জেলবন্দি দশার ছবি প্রথম প্রকাশ্যে আনে অ্যান্টিগা নিউজরুম (Antigua Newsroom) নামে একটি সংবাদসংস্থা। অ্যান্টিগা নিউজরুমের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, নীল জামা পরে জেলে বন্দি রয়েছেন মেহুল চোকসি। তার বাঁ চোখ লাল টকটকে। জেলে থাকা অবস্থায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, ডমিনিকায় গ্রেফতার হওয়ার পরেই সেখানকার আদালত তাঁর করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে তড়িঘড়ি ভারতের ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম প্রধান অভিযক্তের করোনা পরীক্ষা করানো হয়। তবে মেহুল চোকসির করোনা (Corona) রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে জেলে পাঠানো হয়। আপাতত জেলবন্দি চেকাসি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি ৩ জুন। মেহুলের মুক্তির দাবি জানিয়েছেন তাঁর আইনজীবীরা। মেহুল চোকসি ধরা পড়ায় তাঁকে ভারতের হাতে প্রর্ত্যপনের প্রাথমিক সম্ভাবনা তৈরি হলেও পরে জানা যায়, পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত চোকসিকে ভারতের হাতে তুলে দেবে না ডমিনিকা সরকার। চোকসিকে ফের পাঠানো হবে অ্যান্টিগা-বারবুডায়।
The post বান্ধবীকে নিয়ে ঘুরছিলেন চোকসি, ধরা পড়েন ডমিনিকায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g0hMA8
No comments:
Post a Comment