
ওয়াশিংটন: করোনার কারণে কোপা আমেরিকা (Copa America) আয়োজনের দায়িত্ব হারাতে চলেছে আর্জেন্তিনা Argentina৷ গত বছরের স্থগিত হওয়া ঐহিত্যের ২০২০ লাতিন আমেরিকার ফুটবল টুর্নামেন্টে এবার হতে পারে মার্কিন মুলুকে৷ এমনটা হলে পাঁচ বছর পর ফের কোপা আমেরিকার আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে United States৷
কলম্বিয়ার ব্লু রেডিও-র তরফে এমন খবর প্রকাশিত হয়েছে৷ সরকার বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের কারণে কলম্বিয়ায় আগেই কোপা আমেরিকার ম্যাচ আয়োজন না-করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল (CONMEBOL)। এবার করোনার আগে আর্জেন্তিনার লকডাউন শুরু হওয়ায় এবার কোপা আয়োজনের সত্ত্ব হারাতে চলেছে লিওনেল মেসির দেশ৷
ব্লু রেডিও-তে প্রকাশিত খবরে বলা হয়েছে, ‘গত ৭২ ঘণ্টায় পরিস্তিতি আরও খারাপ হয়েছে৷ কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ এবং আর্জেন্তিনায় করোনা অতিমারীর কারণে টুর্নামেন্টে অন্য কোথায় করার কথা ভাবা হচ্ছে৷ এই অবস্থায় টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন মার্কিন মুলুকে কোপা আমেরিকা আয়োজন করার চেষ্টা চালাচ্ছে৷’
১৩ জুন থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা (Copa America)। প্রতিযোগিতার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনও আসর হওয়ার কথা ছিল দুই দেশে আর্জেন্তিনা ও কলম্বিয়ায়। ২৮ ম্যাচের মধ্যে ১৩টি আর্জেন্তিনায় এবং ফাইনাল-সহ বাকি ১৫টি হওয়ার কথা ছিল কলম্বিয়ায়। কিন্তু গত শুক্রবার অর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (Argentina’s football association) তরফে ঘোষণা করা হয় লকডাউনের ফলে বিশ্বকাপ কোয়ালিফাইয়ার এবং কোপা আমেরিকা (Copa America) টুর্নামেন্টেও প্রভাব পড়তে চলেছে৷ কারণ কোভিড-১৯ সংক্রমণে (Covid-19) গত বছর স্থগিত হয়ে গিয়েছিল কোপা আমেরিকা৷ এবারও একই পরিস্থিতির দিকে এগোচ্ছে লাতিন আমেরিকার এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট৷
আর্জেন্তিনায় লকডাউন হওয়ায় সংশয়ে কোপা আমেরিকা৷ গত বৃহস্পতিবার দেশে ৯ দিনের লকডাউন ঘোষণা করেছেন আর্জেন্তিনা প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্ডেজ৷ এই লকডাউন শুরু হচ্ছে শনিবার থেকে৷ প্রেসিডেন্ট জানিয়েছিলেন, “going through the worst moment in the pandemic.” গত এক সপ্তাহে আর্জেন্তিনায় নতুন করে ২৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন৷ মারা গিয়েছেন ৫০০ জন৷ এর ফলে ২০১৬ সালের পর ফের মার্কিন মুলুকে বসতে চলেছে কোপা আমেরিকা৷ জুলাইয়ে আমেরিকায় হওয়ার কথা গ্লোড কাপ৷ ১০টি স্টেডিয়ামে হওয়ার কথা এই টুর্নামেন্ট৷ তবে গ্লোড কাপ (Gold Cup) আয়োজন স্থগিত রেখে এই ১০টি স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচগুলি আয়োজন করার সম্ভাবনা দেখা দিয়েছে৷
The post কোপা আমেরিকা হতে পারে মার্কিন মুলুকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ThUxdk
No comments:
Post a Comment