দেশের বাঙালি প্রধানমন্ত্রী হতে চলেছেন ‘বাঘিনী’ মমতা! নেটিজেনদের মধ্যে ট্রেন্ডিংয়ে হ্যাশট্যাগ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 1, 2021

দেশের বাঙালি প্রধানমন্ত্রী হতে চলেছেন ‘বাঘিনী’ মমতা! নেটিজেনদের মধ্যে ট্রেন্ডিংয়ে হ্যাশট্যাগ


একুশের বিধানসভা ভোট থেকেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত ক্রমাগত সামনে আসছে। একুশের ভোটে পর্যদুস্ত হয়েছে বিজেপি। তারপরেই ইয়াস মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করেই ক্রমশ চওড়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের ফাটল। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা ঘটলো তাতে আরো বেশি করে রাজ্যের পাশাপাশি দেশের মানুষ বুঝতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত।

এই ঘটনার পরেই নেটদুনিয়ায় ট্রেন্ডিংয়ে হ্যাশট্যাগ #BengaliPrimeMinister যার অর্থ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে বাঙালি নেটিজেনদের বড় অংশ তবে এখানেও রয়েছে সমস্যা।

নেটিজেনদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে ওপর পক্ষকে ছোট করে অপমানিত করার। হিন্দিভাষীদের ‘গুটখাখোর’, ‘বহিরাগত’ বলে আক্রমণ করছে বাঙালিরা যা আসলে লজ্জার বিষয়। বাঙালি প্রধানমন্ত্রী যদি দেশ চালনা করেন তাহলে তা নিঃসন্দেহে বেশ গর্বের বিষয় কিন্তু তা বলে বাঙালি নেটিজেনদের এহেন ব্যবহার চূড়ান্ত লজ্জার।

The post দেশের বাঙালি প্রধানমন্ত্রী হতে চলেছেন ‘বাঘিনী’ মমতা! নেটিজেনদের মধ্যে ট্রেন্ডিংয়ে হ্যাশট্যাগ appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/3p5D7fQ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages