
তুরিন: সাত বছর বাদে খেতাব জিতে আসন্ন মরশুমের জন্য ঘর গোছাতে নেমে পড়ল লা লিগা (La Liga) চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। স্পেনের বেতারমাধ্যম Cadena SER-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জুভেন্তাসের (Juventus) আর্জেন্তাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে (Paulo Dybala) দলে নিতে ঝাঁপিয়েছে অ্যাটলেটিকো।
যদিও ২০২২ জুন অবধি তুরিনের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন দিবালা। কিন্তু সদ্য শেষ হওয়া মরশুমে জুভেন্তাসের হয়ে সেই অর্থে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি মেসির দেশের তরুণ স্ট্রাইকার। প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন, এরপর চোট-আঘাত জনিত কারণে ২০২০-২১ মরশুমে সিরি এ (Serie A)-তে মাত্র ১৪টি ম্যাচে শুরু করার সুযোগ পেয়েছেন দিবালা। রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে দিবালার যুগলবন্দি সেই অর্থে দেখাই যায়নি সদ্য-সমাপ্ত মরশুমে। আর তাতেই আর্জেন্তাইন স্ট্রাইকারে কিছুটা মোহভঙ্গ হয়েছে জুভেন্তাসের।
‘ওল্ড লেডি’-র সঙ্গে বার্ষিক ৭ মিলিয়ন ইউরোয় চুক্তিবদ্ধ দিবালাকে ছেড়ে দিয়ে বোঝা কমাতে চাইছে ‘বিয়াঙ্কোনেরি’ (Bianconeri)। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে দিবালাকে দলে পেতে চাইছে অ্যাটলেটিকো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd), টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur), পিএসজি (PSG)-র নজরে থাকা দিবালাকে অ্যাটলেটিকোর হাতে সঁপে দেওয়ার আরও একটা কারণ রয়েছে জুভেন্তাসের। পরিবর্তে মাদ্রিদের ক্লাব থেকে দিবালার দেশোয়ালি অ্যাঞ্জেল কোরেয়াকে নিজেদের দলে পেতে চাইছে জুভেন্তাস।
অর্থাৎ, সোয়াপ ডিলে দিবালাকে দিয়ে কোরায়াকে দলে নেওয়াই উদ্দেশ্য জুভেন্তাসের। তবে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমোনে এই সোয়াপ ডিলে একেবারেই না-খুশ। ৯টি গোল এবং ৬টি অ্যাসিস্টে লা লিগা খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কোরেয়াকে ছাড়তে নারাজ তিনি। নির্ণায়ক ম্যাচে ভায়াদোলিদের বিরুদ্ধে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কোরেয়ার গোলেই সমতা ফিরিয়েছিল সিমোনের দল। তবে জুভেন্তাস মিডফিল্ডার রড্রিগো বেন্তাঙ্কুরকে পেতে নাকি আগ্রহ দেখিয়েছে অ্যাটলেটিকো।
সেক্ষেত্রে ২০২০-২১ মরশুমের শুরুতে আর্সেনাল থেকে লোনে অ্যাটলেটিকোয় যোগ দেওয়া লুকাস তোরেইরার সঙ্গে বেন্তাঙ্কুরের সোয়াপ ডিলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু লা লিগা জিতে তোরেইরা আর্সেনালে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তাই বেন্তাঙ্কুরকে সহজে পাচ্ছেন না সিমোনে।
The post দিবালাকে দিয়ে কোরেয়াকে নিতে চাইছে জুভেন্তাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oT9mi8
No comments:
Post a Comment