
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : করোনার (corona) প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের (wave) পর বহু পেশার মানুষের পাশাপাশি শিল্পকলা জগতের শিল্পীরাও (artist) প্রচণ্ড আর্থিক ক্ষতিগ্রস্ততার মধ্যে৷ প্রথম ঢেউয়ের আড়াই মাসের বেশি লকডাউনের সময়েই বেসরকারি সংস্থায় কাজ করা বহু মানুষের চাকরি গিয়েছে। এমত অবস্থায় শিল্পীদের পাশে কীভাবে দাঁড়ানো যায় তার আর্জি জানিয়েছেন বিখ্যাত শিল্পী সনাতন দিন্দা (sanatan dinda) ও প্রদোষ পাল।
তাঁরা মূলত নিজেরাই বিভ্রান্ত। কীভাবে শিল্পীদের পাশে দাঁড়ানো যায় সেই পথ জানতে চেয়েছেন সাধারণ মানুষের কাছেই। সনাতন দিন্দার কথায়, ‘অন্যান্য কাজ পুরোপুরি বন্ধ। ছবি বিক্রি তলানিতে। যাঁরা টিউশনি করে সংসার চালাতেন তাঁদের অবস্থা তথৈবচ। কাউকে দোষারোপ করার জায়গা নেই। কিন্তু রোজ নানান ভাবে যা খবর পাচ্ছি তাতে যেমন শিউরে উঠছি তেমন অসহায়তা গ্রাস করছে!’
ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘সম্প্রতি একজন বন্ধু জানাল সরকারি আর্ট কলেজ থেকে পাশ করা একটি ছেলের চাকরি গিয়েছে, এবং এতটাই খারাপ অবস্থা মেসেজ করে সরাসরি কিছু অর্থ সাহায্যের অনুরোধ জানিয়েছে সে। জানি ও একা নয় এমন অজস্র ছেলে মেয়ে এখন চুড়ান্ত আর্থিক সংকটে। শিল্প সত্তার মানুষজন সচরাচর পারেন না নিজের অভাবের কথা মুখ ফুটে বলতে। সমাজ একটু অন্যস্তরে বসিয়ে রেখে কখনই তাঁদের বাস্তব সমস্যার দিকে তাকায় না।’
শিল্পী বলছেন, ‘সরকারি স্তরের সাহায্যের কথা আশা করে লাভ নেই। গতবছর চেষ্টা করেছিলাম। অনেকদূর গিয়েও আসল জায়গার নাগাল পাইনি। যাদের মাধ্যমে যেতে হয় তাদের সাহায্য তেমন পাইনি। সরাসরি মুখ্যমন্ত্রীর সম্মুখীন হওয়ার ক্ষমতা আমার নেই। ফলে হতাশ।’
একইসঙ্গে তিনি বলেছেন, ‘গতবছর এস এম এস গ্রুপ অফ আর্টিস্টদের মাধ্যমে একটি অনলাইন প্রদর্শনীর ব্যবস্থা করা গিয়েছিল বিক্রয়লব্ধ অর্থ ক্ষতিগ্রস্ত শিল্পীদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রদর্শনীতে বহু নামকরা শিল্পী অংশগ্রহণ করলেও অনেক শিল্পী পরিস্থিতির গুরুত্ব না বুঝে এতোটাই ছবির দাম রেখেছিলেন, তেমন ছবি বিক্রি প্রায় হয়নি। জানি না এখন কি করা উচিৎ? বন্ধুদের কাছে এ ব্যাপারে পরামর্শ চাইছি। জানি আমার পরে নেই ভুবনের ভার৷ কাউকে না কাউকে এগিয়ে এসব বলতেই হবে। সবাই চুপ থাকলে হবে না, তাই বলা। বার বার বলতে খারাপ লাগলেও বলতে হয়।’
সম্প্রতি তাঁদের আর্জিতে সাহায্যের হাত এসেছে। এই পরিস্থিতিতে পাঁচ জন শিল্পীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বেহালা আর্ট ফেস্ট।
The post ‘লকডাউনে আর্থিক সংকটে জর্জরিত শিল্পীরা’, সাহায্যপ্রার্থী সনাতন দিন্দারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S1TsWL
No comments:
Post a Comment